Ajker Patrika

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ২১: ৩১
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো মুখ খুলছেন না কেউই। সূত্র বলছে, বেলা ৩টা ২৫ মিনিটে হোয়াইটলির সঙ্গে দেখা করতে ইইউ অফিসে যান বিএনপি নেতা আমীর খসরু ও শামা ওবায়েদ। বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।

সূত্রটি বলছে, আগামী নির্বাচন এবং একে ঘিরে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বৈঠকে দুই পক্ষের আলোচনা হয়। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানান বিএনপির নেতারা। এ সময় নির্বাচন নিয়ে নিজেদের চিন্তাভাবনার কথা ইইউ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন তাঁরা।

বিএনপিসহ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি পালনকালে পুলিশি বাধা, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা দায়েরের মাধ্যমে সভা-সমাবেশ তথা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগের বিষয়েও অভিযোগ করেন তাঁরা। তাঁরা বলেন, এই আইন ব্যবহার করে বিরোধী মত দমনের মাধ্যমে চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এসব বিষয়ে ইইউর হস্তক্ষেপ কামনা করেন বিএনপির নেতারা।

এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত