নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শনিবার আড়াইটার কিছু আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তাঁরা। দুপুর আড়াইটার থেকে তিনটা পর্যন্ত বিএনপির সঙ্গে বৈঠকের কথা আছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বেলা আড়াইটা থেকেই বৈঠক শুরু হয়েছে।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে আছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় সরকারের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে দলটি। ওই দুই বৈঠকে নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে মতবিনিময় করেছে দলটি। জরুরি সংস্কার যা আছে, সেটা সম্পন্ন করে সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে, এমনটাই চাওয়া দলটির। এই চাওয়া পূরণের পথে সরকারের কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে বিএনপির নেতাদের। এই অবস্থায় এবারের সংলাপে সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্টভাবে সরকারকে বলতে চান তাঁরা। এসব বিষয়ে সরকারের মনোভাবটাও তাঁরা জানতে চান।
আলাপকালে নির্বাচনের বিষয়টিই বিএনপির কাছে সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ প্রসঙ্গে তিনি আজকের পত্রিকা’কে বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। সরকারের সঙ্গে আলাপকালে আমাদের দিক থেকে এ বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শনিবার আড়াইটার কিছু আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তাঁরা। দুপুর আড়াইটার থেকে তিনটা পর্যন্ত বিএনপির সঙ্গে বৈঠকের কথা আছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বেলা আড়াইটা থেকেই বৈঠক শুরু হয়েছে।
বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে আছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।
অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় সরকারের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে দলটি। ওই দুই বৈঠকে নির্বাচন, সংস্কারসহ নানা বিষয়ে মতবিনিময় করেছে দলটি। জরুরি সংস্কার যা আছে, সেটা সম্পন্ন করে সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে, এমনটাই চাওয়া দলটির। এই চাওয়া পূরণের পথে সরকারের কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে বিএনপির নেতাদের। এই অবস্থায় এবারের সংলাপে সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্টভাবে সরকারকে বলতে চান তাঁরা। এসব বিষয়ে সরকারের মনোভাবটাও তাঁরা জানতে চান।
আলাপকালে নির্বাচনের বিষয়টিই বিএনপির কাছে সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ প্রসঙ্গে তিনি আজকের পত্রিকা’কে বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রয়োগ করে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। সরকারের সঙ্গে আলাপকালে আমাদের দিক থেকে এ বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
আজকের পত্রিকা: জাতীয় সনদ তৈরির কথা বলছে অন্তর্বর্তী সরকার। এতে বিএনপি কী দেখতে চায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংস্কার প্রস্তাব যা এসেছে, তার মধ্যে যেগুলোতে আমরা একমত হব, সেগুলোর সমন্বয়ে সংস্কারের একটি সনদ তৈরি হবে। যে বিষয়গুলোয় মতৈক্য হবে না, সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। স্থানীয় সময় আজ সোমবার দুপুরে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাঁকে বিদায় জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখো।’
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি।
৫ ঘণ্টা আগেচার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে যাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে আছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
৫ ঘণ্টা আগে