Ajker Patrika

জননেতা হিসেবে নন্দিত হয়েছেন বাবলু: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১: ১৭
জননেতা হিসেবে নন্দিত হয়েছেন বাবলু: জি এম কাদের

একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। 

আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। 

জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’ 

স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার। 

আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত