Ajker Patrika

জিয়াউদ্দিন বাবলুর জন্য দোয়া চেয়েছেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিয়াউদ্দিন বাবলুর জন্য দোয়া চেয়েছেন জিএম কাদের

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রা আগের চেয়ে সামান্য বাড়লেও এখনো শঙ্কামুক্ত নন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। 

আজ শুক্রবার সন্ধ্যায় জাপার দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান আজকের পত্রিকাকে জানান, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শারীরিক অবস্থা আগের মতই আছে। তাঁর অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। তবে অক্সিজেনের মাত্রা সামান্য বেড়েছে যা সন্তোষজনক নয় বলছেন চিকিৎসকেরা। 

রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন জাপা মহাসচিব। গতকাল বৃহস্পতিবার তাঁকে এই হাসপাতালে আনা হয়। এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুস্থতা কামনায় আজ বাদ আছর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জিএম কাদের বাবলুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত