চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই উপলক্ষে আগাম প্রচারে নেমে গেছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ওই দিন ও আজ মঙ্গলবার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি সভা করেন।
জামায়াত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মধ্যে কর্মপরিকল্পনা ন্যস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ভোটকেন্দ্র কমিটি। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রচার কার্যক্রম চালিয়ে যেতে।
তাহের আজ উপজেলার আলকরা, গুনবতী ও জগন্নাথ দীঘি ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ‘একটি দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে ১৫১টি আসনের প্রয়োজন। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভোটের রাজধানী কুমিল্লার চৌদ্দগ্রাম। আগামী দিনে যদি আমাদের ক্ষমতায় যেতে হয়, তাহলে ১৫১টি আসনে জয়লাভ করতে হবে। আর সে কার্যক্রম শুরু করতে হবে এই চৌদ্দগ্রাম থেকে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে ৪৪ কিলোমিটারের ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আমরা চাইলে চৌদ্দগ্রাম থেকেই দেশের রাজনীতি পরিবর্তন করতে পারি। সে জন্য সে লক্ষ্য নিয়ে আপনাদের এখন থেকে কাজ করে যেতে হবে। সরকার গঠনের জন্য ১৫১টি আসনের প্রয়োজন হলে চৌদ্দগ্রামের আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫১টি আসনের সঙ্গে এই আসনও আপনাদের যোগ করতে হবে। এই আসনে বিজয় লাভ করতে হলে আপনাদের এখনই ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’
তাহের এর আগে গতকাল উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি সংসদ নির্বাচনের আগাম প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তাহের বলেন, ‘যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ঘোষণা অনুযায়ী আমরা এই এলাকা থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচার কার্যক্রমের আগাম উদ্বোধন ঘোষণা করলাম।’
জামায়াতের নায়েবে আমির পরে মিয়ার বাজারের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি কাশিনগরে দায়িত্বশীলদের নিয়ে সভা করেন। সন্ধ্যায় পৌর এলাকার দায়িত্বশীলদের নিয়ে আরেক সভায় অংশ নেন তিনি।
অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই উপলক্ষে আগাম প্রচারে নেমে গেছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ওই দিন ও আজ মঙ্গলবার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি সভা করেন।
জামায়াত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মধ্যে কর্মপরিকল্পনা ন্যস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ভোটকেন্দ্র কমিটি। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে প্রচার কার্যক্রম চালিয়ে যেতে।
তাহের আজ উপজেলার আলকরা, গুনবতী ও জগন্নাথ দীঘি ইউনিয়নের ভোটকেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক সভায় প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, ‘একটি দলের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে ১৫১টি আসনের প্রয়োজন। বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভোটের রাজধানী কুমিল্লার চৌদ্দগ্রাম। আগামী দিনে যদি আমাদের ক্ষমতায় যেতে হয়, তাহলে ১৫১টি আসনে জয়লাভ করতে হবে। আর সে কার্যক্রম শুরু করতে হবে এই চৌদ্দগ্রাম থেকে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে ৪৪ কিলোমিটারের ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আমরা চাইলে চৌদ্দগ্রাম থেকেই দেশের রাজনীতি পরিবর্তন করতে পারি। সে জন্য সে লক্ষ্য নিয়ে আপনাদের এখন থেকে কাজ করে যেতে হবে। সরকার গঠনের জন্য ১৫১টি আসনের প্রয়োজন হলে চৌদ্দগ্রামের আসনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫১টি আসনের সঙ্গে এই আসনও আপনাদের যোগ করতে হবে। এই আসনে বিজয় লাভ করতে হলে আপনাদের এখনই ভোটারদের ঘরে ঘরে যেতে হবে।’
তাহের এর আগে গতকাল উজিরপুর ইউনিয়নের মিয়ার বাজারে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি সংসদ নির্বাচনের আগাম প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তাহের বলেন, ‘যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ঘোষণা অনুযায়ী আমরা এই এলাকা থেকে জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচার কার্যক্রমের আগাম উদ্বোধন ঘোষণা করলাম।’
জামায়াতের নায়েবে আমির পরে মিয়ার বাজারের ব্যবসায়ীদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি কাশিনগরে দায়িত্বশীলদের নিয়ে সভা করেন। সন্ধ্যায় পৌর এলাকার দায়িত্বশীলদের নিয়ে আরেক সভায় অংশ নেন তিনি।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
২০ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
২০ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
২১ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
২১ ঘণ্টা আগে