নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। একইসঙ্গে দলটি জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিবৃতিতে বলা হয়, ঢাকা, খুলনা ও চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে, সহিংসতা ও বিচারহীনতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠছে, তা আবারও স্পষ্ট হয়েছে।
এ ছাড়া, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আরও সামনে এসেছে। চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করেন। এ ঘটনা ধর্মীয় উগ্রতা ও উন্মাদনার বিপজ্জনক দৃষ্টান্ত।
বিবৃতিতে আরও বলা হয়, এই তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সরকার ও প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের স্থান বন্ধ করতে হবে। ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। তাই জনগণকে সচেতন হয়ে রাস্তায় নেমে এই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। একইসঙ্গে দলটি জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিবৃতিতে বলা হয়, ঢাকা, খুলনা ও চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো প্রমাণ করে, সহিংসতা ও বিচারহীনতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠছে, তা আবারও স্পষ্ট হয়েছে।
এ ছাড়া, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আরও সামনে এসেছে। চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করেন। এ ঘটনা ধর্মীয় উগ্রতা ও উন্মাদনার বিপজ্জনক দৃষ্টান্ত।
বিবৃতিতে আরও বলা হয়, এই তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সরকার ও প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের স্থান বন্ধ করতে হবে। ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। তাই জনগণকে সচেতন হয়ে রাস্তায় নেমে এই সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।
২ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দিন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে ঢাকা-১০ আসনের গণসংযোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির...
১৪ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—‘আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা...
১৪ ঘণ্টা আগে