Ajker Patrika

সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৪, ২০: ১৫
সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরছে আবার সমালোচনাও চালিয়ে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগে কারাবন্দী বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে। তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে—এটাই স্বাভাবিক। কিন্তু তারা (যুক্তরাষ্ট্র) নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনব্যবস্থা তৈরি করতে। সরকার আলোচনায় না গিয়ে, বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়। 

দেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলও নড়বড়ে হয়নি। তারা আগের অবস্থানেই রয়েছে। 

সরকারের পায়ের নিচে মাটি নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তারা (সরকার) নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে। সুসম্পর্কের গল্প ফাঁদছে। 

মঈন খান বলেন, বিশ্বের যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে—এটা সরকারের খেলো যুক্তি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতা-কর্মীদের লুটপাটের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করে তাদের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করছে। সরকার যদি ভেবে থাকে তারা মহা আনন্দে দেশ পরিচালনা করবে, তা হবে ভুল। ভবিষ্যৎই সরকারের পরিণতি ঠিক করবে। সব বিষয় পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত