খুলনা প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। যারা হিরো আলমকেই কোনো রকম প্রোটেকশন দিতে পারে না। এদের দিয়ে কোনো নির্বাচন হবে না।’
আজ সোমবার বিকেলে খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বারবার বেল তলায় যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে শেষ করে দিয়েছে। দয়া করে সময় নষ্ট না করে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। যারা হিরো আলমকে কোনো রকম প্রোটেকশন দিতে পারে না। এদের দিয়ে কোনো নির্বাচন হবে না। তাই আমরা বলেছি নির্বাচন কমিশন বদলাতে হবে। যারা যোগ্য তাদের আনতে হবে। নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে। সমস্ত দলগুলোর সঙ্গে আলাপ করে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং, দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।’
মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। যে পার্লামেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করা হবে।’
ডেঙ্গুতে প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বিদেশ ভ্রমণ করছেন। বাংলাদেশের জনগণের কাছে তাঁদের কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই। কারণ, তাঁরা জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। ২০১৪ সালে ভোট হয়নি ও ২০১৮ সালে ভোটের আগের রাতে ভোট হয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচন নয়। দফা এক শেখ হাসিনার পদত্যাগ।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। যারা হিরো আলমকেই কোনো রকম প্রোটেকশন দিতে পারে না। এদের দিয়ে কোনো নির্বাচন হবে না।’
আজ সোমবার বিকেলে খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। আজ হিরো আলম ভোটকেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বের করে দেয় এবং মাটিতে ফেলে মারধর করে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ন্যাড়া বারবার বেল তলায় যায় না, একবারই যায়। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে শেষ করে দিয়েছে। দয়া করে সময় নষ্ট না করে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হবে না। যারা হিরো আলমকে কোনো রকম প্রোটেকশন দিতে পারে না। এদের দিয়ে কোনো নির্বাচন হবে না। তাই আমরা বলেছি নির্বাচন কমিশন বদলাতে হবে। যারা যোগ্য তাদের আনতে হবে। নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে। সমস্ত দলগুলোর সঙ্গে আলাপ করে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং, দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।’
মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে। যে পার্লামেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করা হবে।’
ডেঙ্গুতে প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছে, অথচ মানুষকে বিপদে ফেলে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বিদেশ ভ্রমণ করছেন। বাংলাদেশের জনগণের কাছে তাঁদের কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই। কারণ, তাঁরা জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। ২০১৪ সালে ভোট হয়নি ও ২০১৮ সালে ভোটের আগের রাতে ভোট হয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচন নয়। দফা এক শেখ হাসিনার পদত্যাগ।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় সফরে চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
১০ ঘণ্টা আগেনির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে–আমরা নির্বাচনবিমুখ। নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, ডিসেম্বরে হতে পারে, এমনকি আগামীকালও হতে পারে।
১১ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। আজ মঙ্গলবার সে নোটিশের জবাব দিয়েছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত চিঠিতে এ জবাব দেন ফজলুর রহমান।
১২ ঘণ্টা আগেদলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) পদ স্থগিতের বিষয়ে ফজলুর রহমানকে চিঠি দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে