Ajker Patrika

ইসির প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮: ১৬
ইসির প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে: মহাসচিব

অবশেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এই ঘোষণা দেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।’

চুন্নু বলেন, ‘নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের আশ্বস্ত করেছে।’

নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে জাপার মহাসচিব বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। কিন্তু আমরা নির্বাচনে যাব কি যাব না, তা ঘোষণা করা হয়নি। আমরা সব সময় বলেছি, আমরা একটি আস্থার পরিবেশ চাই। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এককভাবেই নির্বাচন করব। আমরা কারও সঙ্গে আসন সমঝোতায় যাব না। আমরা আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত