নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুষ্কৃতকারী হাতে চাঁদপুরে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর মৃত্যু ও বরিশালে নেতা কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে এখন গোরস্থানে পরিণত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। দেশের জনপদের পর জনপদে মানুষ হত্যার মহাযজ্ঞ যেন থামছেই না। সন্তানহারা পিতা-মাতা, স্বামীহারা স্ত্রী ও পিতা হারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে। আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলু। বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যার উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ করার সাহস না পায়। তবে রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতি সৃষ্টি করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবিলায় সরকারের রক্তপাত কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে।’
এ ছাড়া বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশকে সফল করতে লিফলেট বিতরণের সময় দলের নেতা কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার অভিযোগও আনেন বিএনপির মহাসচিব। ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা সব সময় রক্ত ঝরানোর নেশায় উন্মাদ হয়ে থাকে। বর্তমান শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এই দলের সন্ত্রাসীরা দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ডুবিয়ে দিয়েছে। দেশে ন্যায় বিচার পাওয়ার আশা এখন দুঃস্বপ্ন। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে শিগগিরই বর্তমান শাসকগোষ্ঠীর রাজসিংহাসন কর্পূরের মতো উড়ে যাবে।
দুষ্কৃতকারী হাতে চাঁদপুরে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর মৃত্যু ও বরিশালে নেতা কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে এখন গোরস্থানে পরিণত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। দেশের জনপদের পর জনপদে মানুষ হত্যার মহাযজ্ঞ যেন থামছেই না। সন্তানহারা পিতা-মাতা, স্বামীহারা স্ত্রী ও পিতা হারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।’
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে। আর সেই মিশনেরই নিষ্ঠুর শিকার হয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলু। বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যার উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ করার সাহস না পায়। তবে রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতি সৃষ্টি করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবিলায় সরকারের রক্তপাত কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে।’
এ ছাড়া বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশকে সফল করতে লিফলেট বিতরণের সময় দলের নেতা কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার অভিযোগও আনেন বিএনপির মহাসচিব। ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা সব সময় রক্ত ঝরানোর নেশায় উন্মাদ হয়ে থাকে। বর্তমান শাসকগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় এই দলের সন্ত্রাসীরা দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ডুবিয়ে দিয়েছে। দেশে ন্যায় বিচার পাওয়ার আশা এখন দুঃস্বপ্ন। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে শিগগিরই বর্তমান শাসকগোষ্ঠীর রাজসিংহাসন কর্পূরের মতো উড়ে যাবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউনে বসে তাঁরা এখন আয়েশ ও নানা কর্মকান্ড করছেন। এ লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে বিভিন্ন সাবেক সংসদ সদস্য প্রতিদিন অনলাইন বৈঠক ও রাজনৈতিক পরিকল্পনায় ব্যস্ত।
৩ ঘণ্টা আগেআজ বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সব গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা
৪ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোলা মাঠে ভোট গ্রহণ চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে ভোটার নয় এমন স্কুল ছাত্রদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টিসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘অযৌক্তিক’ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন তুলেছেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণ আদৌ কিছু জানেন কি না। এ বিষয়ে তাঁরা কতটা
৫ ঘণ্টা আগে