Ajker Patrika

গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ, অপেক্ষা নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪: ১৭
গোলাপবাগ মাঠে প্রস্তুত হচ্ছে মঞ্চ, অপেক্ষা নেতাদের

রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে প্রস্তুতি। একদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ঢল, অন্যদিকে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন নেতারা। 

পাশাপাশি গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। 

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সব পোস্টার ও ব্যানারে। 

মঞ্চ প্রস্তুতির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ীর ডেমরা থানার সভাপতি নবী উল্লাহ নবী। 

নবী উল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি শেষে আমরা অনুমতি পেয়েছি। সরকার শেষ মুহূর্তে এসে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। তাই আমরা সমাবেশের আগের রাতে মঞ্চ তৈরির কাজ করছি। লাইট লাগানো হয়ে গেছে। মঞ্চ ও মাইক প্রস্তুত করার কাজ চলছে।’ 

মঞ্চ প্রস্তুত হতে কেমন সময় লাগতে পারে জানতে চাইলে নবী বলেন, ‘দু-এক ঘণ্টার মধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে মাঠের চারপাশে মাইক লাগানো হয়ে যাবে।’ 

জানা গেছে, ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য ৫০ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া মঞ্চ প্রস্তুত করছে বিএনপি। এ ছাড়া নেতাদের বক্তব্য প্রচারের জন্য গোলাপবাগ মাঠ ও এর আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক লাগানো হবে।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত