Ajker Patrika

কাল শুরু গণতন্ত্র মঞ্চের রোডমার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৯: ৩৪
কাল শুরু গণতন্ত্র মঞ্চের রোডমার্চ

অবৈধ সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ গণতন্ত্র মঞ্চের ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে আগামীকাল থেকে রোডমার্চ শুরু করবে গণতন্ত্র মঞ্চ। ৭ জুন রংপুরের টাউন হল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি হবে। 

আজ শনিবার দুপুরে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।

আগামীকাল সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই রোডমার্চ শুরু হবে। রোডমার্চে বিভিন্ন জেলায় আটটি সমাবেশ করবে তারা। মঞ্চের নেতারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে এই রোডমার্চ কর্মসূচি সম্পন্ন করতে চান তাঁরা। 

সংবাদ সম্মেলনে মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গণতন্ত্র মঞ্চ তার ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এই রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যেকোনো ধরনের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সম্পন্ন করতে চাই।’ 

নেতারা জানিয়েছেন, ৪ জুন সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে রোডমার্চের যাত্রা শুরু। এরপর বেলা ১১টায় গাজীপুর চৌরাস্তায় সমাবেশ করবেন তাঁরা। একই দিনে বিকেল ৪টায় টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

৫ জুন বেলা ১১টায় সিরাজগঞ্জে শহীদ মিনারসংলগ্ন মুক্তি সোপানে এবং বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ করবে মঞ্চ। এর পরদিন ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় এবং বিকেল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

রোডমার্চের চতুর্থ দিন ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে ইনস্টিটিউট চত্বরে এবং বিকেল ৪টায় রংপুরে টাউন হল চত্বরে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি হবে বলে জানিয়েছেন মঞ্চের শীর্ষ নেতারা। এ ছাড়া কিছু অনির্ধারিত পথসভায়ও নেতারা বক্তব্য দেবেন বলে জানান তাঁরা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত