দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ছেলে মালয়েশিয়া থাকেন ১৭ বছর। বিয়েও করেছেন সেখানে কম্বোডিয়ান এক নারীকে। তাই বাবা–মায়ের ইচ্ছে ছিল—ছেলে প্রবাস থেকে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে আসবে নিজ গ্রামে, তখন সাত গ্রামের মানুষ তাঁর ছেলে ও বউকে দেখবে।
এবার বাবা–মায়ের সেই ইচ্ছা পূরণ করলেন ছেলে রাকিবুল ইসলাম রকেট। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে হেলিকপ্টারযোগে বউ, বাচ্চা, শাশুড়ি, শ্যালকসহ নিয়ে নিজ গ্রামে আসেন রকেট। এ সময় প্রবাসী বউ ও হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় বাঁধে সেখানে। রকেট পালশা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে উপজেলার পালশা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তাঁরা। তখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনেরা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এদিকে ১৭ বছর পর রকেট প্রবাসী বউ নিয়ে দেশে ফিরলে তাঁকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।
রকেটের বড় ভাই রাসেল রানা জানান, রকেট মালেশিয়াপ্রবাসী। ১৭ বছর ধরে সেখানে তিনি জব করেন। ৫ বছর সেখানে কম্বোডিয়ান এক তরুণীকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর বাবা–মায়ের ইচ্ছা ছিল—আমার ছেলে যেন হেলিকপ্টারে করে প্রবাস থেকে বউ নিয়ে নিজ গ্রামে আসে। তাঁদের ইচ্ছা পূরণ করতে এত আয়োজন।
প্রতিবেশী মেরাজুল ইসলাম বলেন, ‘১৭ বছর আগে রকেট মালয়েশিয়া যায় শ্রমিক হিসেবে। পরে শুনেছি সেখানে শ্রমিক হিসেবে একটি ব্যবসা পরিচালনা করছে। সে কম্বোডিয়ান এক তরুণীকে বিয়ে করেছে। তাদের সন্তানও আছে। প্রায় ১৭ বছর রকেট হেলিকপ্টারে করে প্রবাসী বউ নিয়ে দেশে আসল। এতে গ্রামবাসীদের মধ্যে আনন্দ–উল্লাস দেখা গেছে।’
রকটের মা রাফিয়া বেগম বলনে, ‘আমার ছেলে রকেট ১৭ বছর প্রবাসজীবন পার করেছে। তাই আমাদের ইচ্ছা ছিল, সে বউ–সন্তান নিয়ে হেলিকপ্টারে নিজবাড়িত আসুক। আমাদের ইচ্ছা আমার ছেলে পূরণ করেছে। রকেট হেলিকপ্টারে আসবে—এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক হাজারও জনতা আমার বাড়ি ও বিদ্যালয় মাঠে ভিড় করে।’
রকেট বলেন, ‘আমার বাবা–মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে। দীর্ঘ ১৭ বছর পর নিজগ্রামে আসতে পেরেছি। আমার বাবা–মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল, আমরা যেন হেলিকপ্টারযোগে নিজগ্রামে আসি। এখানে নিজগ্রামে পরিবার, আত্নীয়স্বজন ও গ্রামবাসীদের ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি।’
ছেলে মালয়েশিয়া থাকেন ১৭ বছর। বিয়েও করেছেন সেখানে কম্বোডিয়ান এক নারীকে। তাই বাবা–মায়ের ইচ্ছে ছিল—ছেলে প্রবাস থেকে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে আসবে নিজ গ্রামে, তখন সাত গ্রামের মানুষ তাঁর ছেলে ও বউকে দেখবে।
এবার বাবা–মায়ের সেই ইচ্ছা পূরণ করলেন ছেলে রাকিবুল ইসলাম রকেট। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে হেলিকপ্টারযোগে বউ, বাচ্চা, শাশুড়ি, শ্যালকসহ নিয়ে নিজ গ্রামে আসেন রকেট। এ সময় প্রবাসী বউ ও হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় বাঁধে সেখানে। রকেট পালশা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে উপজেলার পালশা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তাঁরা। তখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনেরা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এদিকে ১৭ বছর পর রকেট প্রবাসী বউ নিয়ে দেশে ফিরলে তাঁকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।
রকেটের বড় ভাই রাসেল রানা জানান, রকেট মালেশিয়াপ্রবাসী। ১৭ বছর ধরে সেখানে তিনি জব করেন। ৫ বছর সেখানে কম্বোডিয়ান এক তরুণীকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর বাবা–মায়ের ইচ্ছা ছিল—আমার ছেলে যেন হেলিকপ্টারে করে প্রবাস থেকে বউ নিয়ে নিজ গ্রামে আসে। তাঁদের ইচ্ছা পূরণ করতে এত আয়োজন।
প্রতিবেশী মেরাজুল ইসলাম বলেন, ‘১৭ বছর আগে রকেট মালয়েশিয়া যায় শ্রমিক হিসেবে। পরে শুনেছি সেখানে শ্রমিক হিসেবে একটি ব্যবসা পরিচালনা করছে। সে কম্বোডিয়ান এক তরুণীকে বিয়ে করেছে। তাদের সন্তানও আছে। প্রায় ১৭ বছর রকেট হেলিকপ্টারে করে প্রবাসী বউ নিয়ে দেশে আসল। এতে গ্রামবাসীদের মধ্যে আনন্দ–উল্লাস দেখা গেছে।’
রকটের মা রাফিয়া বেগম বলনে, ‘আমার ছেলে রকেট ১৭ বছর প্রবাসজীবন পার করেছে। তাই আমাদের ইচ্ছা ছিল, সে বউ–সন্তান নিয়ে হেলিকপ্টারে নিজবাড়িত আসুক। আমাদের ইচ্ছা আমার ছেলে পূরণ করেছে। রকেট হেলিকপ্টারে আসবে—এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক হাজারও জনতা আমার বাড়ি ও বিদ্যালয় মাঠে ভিড় করে।’
রকেট বলেন, ‘আমার বাবা–মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে। দীর্ঘ ১৭ বছর পর নিজগ্রামে আসতে পেরেছি। আমার বাবা–মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল, আমরা যেন হেলিকপ্টারযোগে নিজগ্রামে আসি। এখানে নিজগ্রামে পরিবার, আত্নীয়স্বজন ও গ্রামবাসীদের ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি।’
রাজশাহী শহরের বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে বারনই নদ। নদের পানি ব্যবহার করায় চর্মসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ছোঁয়াচে হওয়ায় অনেক রোগ ছড়াচ্ছে দ্রুত। রাজশাহীর ‘বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন’ রাজশাহী ও নাটোরের সাতটি উপজেলায় সম্প্রতি জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে।
৪ ঘণ্টা আগেরংপুরের কারমাইকেল কলেজে ১৯৯০ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর আর নির্বাচন হয়নি। তাই কারমাইকেল কলেজ ছাত্র সংসদের (কাকসু) তহবিলে অলস পড়ে আছে প্রায় ১ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর চার দিনের মাথায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তাঁরা। এমনকি মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডে
৫ ঘণ্টা আগেরাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের সম্পর্ক আর আগের মতো নেই বলে জানিয়েছে দলীয় সূত্র। তাঁরা এখন মুখোমুখি অবস্থান নিয়েছেন। দুজনের মধ্যে কথা বলাবলিও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ কর্মীরা।
৫ ঘণ্টা আগে