নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা
৩ ঘণ্টা আগেদলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানে অভিযোগ করা হয়, শাপলা প্রতীক না দেওয়া এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। দলটি মনে করে, প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের একরোখা কার্যকলাপে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে
৫ ঘণ্টা আগেসাবেক মন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি নাকি অবনতি হয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বার্ধক্যজনিত কারণে ভর্তি। তাঁর শারীরিক অবস্থার খুব যে উন্নতি হয়েছে, তা বলা যাবে না; আবার অবনতিও হয়নি। অপরিবর্তিত অবস্থায় আছেন।
৬ ঘণ্টা আগেসৈয়দ রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে, তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করা হয়েছে। বিশ্বের মাঝে দেশকে লজ্জাজনক অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছিল।
৭ ঘণ্টা আগে