নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে গত বছরের গণ-অভ্যুত্থানে শহীদ ৭৮ জন যুবদল কর্মীসহ গুরুত্বপূর্ণ অবদান রাখা শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেওয়া হয়। এই তালিকায় ছিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের প্রত্যেকের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন যুবদল নেতারা।
গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা দুঃসময় পার করে এখন একধরনের ট্রানজিশন পিরিয়ডে আছি। সামনে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন ও সুযোগ এসেছে, আর এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ‘ধ্বংসপ্রাপ্ত’ এবং অতীতের মতো এবারও বিএনপির ওপরই দায়িত্ব পড়েছে দেশকে পুনর্গঠনের।
ছাত্রদলের গতকাল রোববারের সভায় তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতা সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর ভাষণ শুনে আমার মনে হয়েছে, মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত কথা—আই হ্যাভ আ ড্রিম। তারেক রহমানও একটি স্বপ্ন দেখছেন, হি হ্যাজ আ ড্রিম, ইনশা আল্লাহ আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যাব।’
চক্রান্ত-ষড়যন্ত্রের হুঁশিয়ারি করে বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ‘দেশে এখন নতুন করে একটি ষড়যন্ত্র চলছে, যাতে গণতান্ত্রিক ট্রানজিশন ব্যর্থ হয়। কিন্তু আমরা বিশ্বাস করি, যুবদল-ছাত্রদল যত দিন আছে, তত দিন এই দেশে গণতন্ত্র ধ্বংসের কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর এবং পরে তারেক রহমানের নেতৃত্বে প্রায় ছয় বছর ধরে চলা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা যাদের হারিয়েছি, তাদের তো আর ফিরে পাব না। কিন্তু তাদের আত্মত্যাগে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে গত বছরের গণ-অভ্যুত্থানে শহীদ ৭৮ জন যুবদল কর্মীসহ গুরুত্বপূর্ণ অবদান রাখা শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেওয়া হয়। এই তালিকায় ছিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের প্রত্যেকের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন যুবদল নেতারা।
গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা দুঃসময় পার করে এখন একধরনের ট্রানজিশন পিরিয়ডে আছি। সামনে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন ও সুযোগ এসেছে, আর এটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ‘ধ্বংসপ্রাপ্ত’ এবং অতীতের মতো এবারও বিএনপির ওপরই দায়িত্ব পড়েছে দেশকে পুনর্গঠনের।
ছাত্রদলের গতকাল রোববারের সভায় তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতা সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর ভাষণ শুনে আমার মনে হয়েছে, মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত কথা—আই হ্যাভ আ ড্রিম। তারেক রহমানও একটি স্বপ্ন দেখছেন, হি হ্যাজ আ ড্রিম, ইনশা আল্লাহ আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে যাব।’
চক্রান্ত-ষড়যন্ত্রের হুঁশিয়ারি করে বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ‘দেশে এখন নতুন করে একটি ষড়যন্ত্র চলছে, যাতে গণতান্ত্রিক ট্রানজিশন ব্যর্থ হয়। কিন্তু আমরা বিশ্বাস করি, যুবদল-ছাত্রদল যত দিন আছে, তত দিন এই দেশে গণতন্ত্র ধ্বংসের কোনো ষড়যন্ত্র সফল হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর এবং পরে তারেক রহমানের নেতৃত্বে প্রায় ছয় বছর ধরে চলা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা যাদের হারিয়েছি, তাদের তো আর ফিরে পাব না। কিন্তু তাদের আত্মত্যাগে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।
২ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দিন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে ঢাকা-১০ আসনের গণসংযোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির...
১৪ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—‘আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা...
১৫ ঘণ্টা আগে