নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল সোমবার বৈঠক শেষে এসব কথা বলেন নাসীরুদ্দীন।
দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসির সঙ্গে কথা বলতে যায় এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সার্ভে করে জানতে পেরেছি, আগামী নির্বাচনে এনসিপির ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব।’
তাহলে বিএনপি-জামায়াত কত আসন পেতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবে, তারাই বলতে পারবে। বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে। জামায়াতও করেছে। তবে আমি একবার বলেছিলাম, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। আপনারা তো এখন বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন, দলটি তলানিতে যাচ্ছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে জানিয়ে এনসিপি নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ যে দলগুলো আছে, তারা জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এখনো সমাধানে আসেনি।
এই দুটি দলের কারণে নির্বাচনটা বিলম্বিত হচ্ছে।
নিজেদের দলীয় প্রতীকের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে। এটা সাদাও হতে পারে, লালও হতে পারে।’
দেশের রাজনীতিতে তিনটা ব্লক হতে যাচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, একটা ইসলামিক ব্লক ইতিমধ্যেই হয়ে গেছে। আরেকটা বিএনপির নেতৃত্বে হচ্ছে। আরেকটা এনসিপির নেতৃত্বে হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের ব্লকে যাচ্ছে না।
গণঅধিকার পরিষদের সঙ্গে একত্র হলে দলের নাম ও প্রতীক কী হবে, এমন প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, দলের নাম এনসিপিই থাকবে এবং এনসিপির প্রতীকই থাকবে। তাদের অধীনে আরও অনেক দল আসছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁর। এনসিপির এই নেতার মতে, বিএনপি ও জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গতকাল সোমবার বৈঠক শেষে এসব কথা বলেন নাসীরুদ্দীন।
দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসির সঙ্গে কথা বলতে যায় এনসিপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সার্ভে করে জানতে পেরেছি, আগামী নির্বাচনে এনসিপির ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়ব।’
তাহলে বিএনপি-জামায়াত কত আসন পেতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। যারা ভোট দেবে, তারাই বলতে পারবে। বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে। জামায়াতও করেছে। তবে আমি একবার বলেছিলাম, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। আপনারা তো এখন বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন, দলটি তলানিতে যাচ্ছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে জানিয়ে এনসিপি নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ যে দলগুলো আছে, তারা জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এখনো সমাধানে আসেনি।
এই দুটি দলের কারণে নির্বাচনটা বিলম্বিত হচ্ছে।
নিজেদের দলীয় প্রতীকের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, ‘এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা শাপলাতেই আছি, এনসিপি কনফার্ম শাপলাতেই থাকবে। এটা সাদাও হতে পারে, লালও হতে পারে।’
দেশের রাজনীতিতে তিনটা ব্লক হতে যাচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, একটা ইসলামিক ব্লক ইতিমধ্যেই হয়ে গেছে। আরেকটা বিএনপির নেতৃত্বে হচ্ছে। আরেকটা এনসিপির নেতৃত্বে হচ্ছে। এনসিপি বিএনপি বা জামায়াতের ব্লকে যাচ্ছে না।
গণঅধিকার পরিষদের সঙ্গে একত্র হলে দলের নাম ও প্রতীক কী হবে, এমন প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, দলের নাম এনসিপিই থাকবে এবং এনসিপির প্রতীকই থাকবে। তাদের অধীনে আরও অনেক দল আসছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দিন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে ঢাকা-১০ আসনের গণসংযোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির...
৭ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—‘আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা...
৮ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আমাদের রাজনীতি কোনো মন্ত্রিত্ব বা এমপিত্বের জন্য নয়, আমাদের লক্ষ্য এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। আর এই কল্যাণ রাষ্ট্রের নীতি হলো ইসলাম।’
১১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, ‘এখন সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলে ভোট বর্জন করতে দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ে দলমত ও ধর্ম-নির্বিশেষে সব ছাত্রছাত্রী ভোট দিয়েছে। নির্বাচনের জন্য যত ফেনা তুলতেছি, ভোটের রায় মানার...
১৩ ঘণ্টা আগে