জাতীয় লজিস্টিক পলিসি ও বেসরকারি খাতের প্রত্যাশা
লজিস্টিক শব্দটির যথাযথ ও প্রচলিত বাংলা না থাকার কারণে আমরা ‘জাতীয় লজিস্টিক নীতিমালা’ কিংবা ‘জাতীয় লজিস্টিক পলিসি’ উভয়ক্ষেত্রে ‘লজিস্টিক’ শব্দটি রাখছি। এর মানে এই নয় যে, বাংলাভাষা খুব দীন আর এর যথার্থ বাংলা শব্দ নেই। মূলত লজিস্টিক, রসদ, রসদপনা বা রসদ ব্যবস্থাপনা— বাংলাতে যা–ই বলি না কেন— এটি ছাড়া আমা