অবশেষে বাঘ আসিল!
সরকার যখন ঘোষণা দিল, ১ জুলাই থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন, তখন দেশের অনেকেই ব্যাপারটা আমলে নেয়নি। উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো মনে করে, ভূত বলে যেমন কিছু নেই, তেমনি করোনা বলেও কিছু নেই! যদি এই নামে কিছু থাকেও, আমাদের সঙ্গে তা পেরে উঠবে না, বাঙালিকে চিনতে পারেনি বাছাধন!