সম্পাদকীয়
এখন সময় খারাপ। মরণব্যাধি করোনা সবকিছু ভেঙেচুরে, তছনছ করে আমার-আপনার ঘরে ঢুকে পড়ছে। আগের যেকোনো সময়ের চেয়ে এবার সে বেশি দাপট দেখাচ্ছে। এর আক্রমণ এতটাই বেপরোয়া হয়ে উঠছে যে, তাকে যেন থামানোর সাধ্য কারও নেই! আসলে সাধ্য আছে। তাকে থামিয়ে দেওয়ার শক্তি আমাদের নিজেদের হাতেই আছে! আমরা সরকার বা অন্যকে দোষ না দিয়ে একটু নিজেরা আত্মসমালোচক হই। নিজেদের দিকে তাকাই। প্রশ্ন করি: আমরা কতটা পালন করছি স্বাস্থ্যবিধি, কতটা মেনে চলছি সরকারি বিধিনিষেধ। নিশ্চয়ই জবাব পেয়ে যাব। সবাই যদি নিজেদের নিয়ন্ত্রণ করি, তাহলেই নিয়ন্ত্রণে আসবে করোনা।
এই নিয়ে এর আগেও অনেক কথা বলা হয়েছে। আজ একটু অন্য বিষয়ে বলব। বিষয়টি হলো, আমরা তো উৎসব, আনন্দপ্রিয় জাতি। কিছু একটা পেলেই বেশ মাতামাতি করি। কোনো উপলক্ষে এক-দুদিনের ছুটি পেলেই বাক্স–পেটরা নিয়ে বেরিয়ে পড়ি। ধনীরা বিমানে চড়ে দেশ-বিদেশে অবকাশে আর অন্যরা বাড়ির পথে। সামনে ঈদ আসছে, স্বাভাবিকভাবেই সবাই গ্রামে, মাটির টানে ছুটতে চাইবেন। তার আগে আবারও দলবেঁধে কেনাকাটা তো করবেনই। আর ঈদের পশু কিনতে হবে, হাটে যেতে হবে। এ তো মহা আনন্দের উৎসব! হ্যাঁ ঠিক, আমাদের বাঙালি মুসলমানদের কাছে এর চেয়ে আনন্দের আর কী আছে!
তবে এবার একটু ভিন্ন চিন্তা করুন আগে থেকেই। দেখছেন, কীভাবে মানুষ মরছে? ঘরে ঘরে করোনার বিধ্বংসী দাপট চলছে। এবার দলবেঁধে গ্রামে যাওয়া, হাটে গিয়ে গাদাগাদি করে পশু কেনা থেকে বিরত থাকুন। কোরবানির পশু কিনবেন–এবার ঘরে বসে অনলাইনে অর্ডার করুন। দেশে এখন অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম আছে। আপনি তাদের সাইটে গিয়ে ছবি দেখে অর্ডার করবেন, কোরবানির পশু আপনার বাসায় চলে আসবে। এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? স্বাভাবিক সময়েও এ ধরনের সুযোগ সবার সময় সাশ্রয় করে, ভোগান্তি কমায়। আর এবারের করোনার সংক্রমণ এড়াতে এটা খুবই কার্যকরী উপায় বলেই মনে হচ্ছে। যারা ঈদে পোশাক বা অন্য কোনো টুকিটাকি জিনিসপত্র কিনতে চান, দয়া করে তারাও একই পদ্ধতি মানতে পারেন। ই-কমার্স সাইটে গিয়ে অনলাইনে অর্ডার করে সবই কেনা যাচ্ছে এখন। অযথা কেন সবার জন্য হুমকি হবেন? একটু মেনে চলুন না বিধিনিষেধগুলো।
যদি আমি-আপনি-আমরা সবাই সরকারের বিধিনিষেধগুলো একটু মেনে, নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করতে পারি, তবে আগামী দিনে আরও কত উৎস আসবে; সেগুলো না হয় খুব ঘটা করে পালন করব। দিন তো আসবে। আজকের একটু ত্যাগ যদি সুন্দর আগামী দিন নিয়ে আসে, তাহলে ক্ষতি কী? ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে, অফিস-আদালত অচল করে, স্কুল-কলেজ স্থবির করে, সবার ক্ষতি জেনেও এই সবকিছুই করা হচ্ছে সবার বেঁচে থাকার জন্য। আমরা সবাই মিলে সতর্ক হলে, সবাই বেঁচে যাই। আবারও বলি, এবার উৎসব করুন ঘরে ঘরে, একান্তে।
এখন সময় খারাপ। মরণব্যাধি করোনা সবকিছু ভেঙেচুরে, তছনছ করে আমার-আপনার ঘরে ঢুকে পড়ছে। আগের যেকোনো সময়ের চেয়ে এবার সে বেশি দাপট দেখাচ্ছে। এর আক্রমণ এতটাই বেপরোয়া হয়ে উঠছে যে, তাকে যেন থামানোর সাধ্য কারও নেই! আসলে সাধ্য আছে। তাকে থামিয়ে দেওয়ার শক্তি আমাদের নিজেদের হাতেই আছে! আমরা সরকার বা অন্যকে দোষ না দিয়ে একটু নিজেরা আত্মসমালোচক হই। নিজেদের দিকে তাকাই। প্রশ্ন করি: আমরা কতটা পালন করছি স্বাস্থ্যবিধি, কতটা মেনে চলছি সরকারি বিধিনিষেধ। নিশ্চয়ই জবাব পেয়ে যাব। সবাই যদি নিজেদের নিয়ন্ত্রণ করি, তাহলেই নিয়ন্ত্রণে আসবে করোনা।
এই নিয়ে এর আগেও অনেক কথা বলা হয়েছে। আজ একটু অন্য বিষয়ে বলব। বিষয়টি হলো, আমরা তো উৎসব, আনন্দপ্রিয় জাতি। কিছু একটা পেলেই বেশ মাতামাতি করি। কোনো উপলক্ষে এক-দুদিনের ছুটি পেলেই বাক্স–পেটরা নিয়ে বেরিয়ে পড়ি। ধনীরা বিমানে চড়ে দেশ-বিদেশে অবকাশে আর অন্যরা বাড়ির পথে। সামনে ঈদ আসছে, স্বাভাবিকভাবেই সবাই গ্রামে, মাটির টানে ছুটতে চাইবেন। তার আগে আবারও দলবেঁধে কেনাকাটা তো করবেনই। আর ঈদের পশু কিনতে হবে, হাটে যেতে হবে। এ তো মহা আনন্দের উৎসব! হ্যাঁ ঠিক, আমাদের বাঙালি মুসলমানদের কাছে এর চেয়ে আনন্দের আর কী আছে!
তবে এবার একটু ভিন্ন চিন্তা করুন আগে থেকেই। দেখছেন, কীভাবে মানুষ মরছে? ঘরে ঘরে করোনার বিধ্বংসী দাপট চলছে। এবার দলবেঁধে গ্রামে যাওয়া, হাটে গিয়ে গাদাগাদি করে পশু কেনা থেকে বিরত থাকুন। কোরবানির পশু কিনবেন–এবার ঘরে বসে অনলাইনে অর্ডার করুন। দেশে এখন অনেক ই-কমার্স প্ল্যাটফর্ম আছে। আপনি তাদের সাইটে গিয়ে ছবি দেখে অর্ডার করবেন, কোরবানির পশু আপনার বাসায় চলে আসবে। এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? স্বাভাবিক সময়েও এ ধরনের সুযোগ সবার সময় সাশ্রয় করে, ভোগান্তি কমায়। আর এবারের করোনার সংক্রমণ এড়াতে এটা খুবই কার্যকরী উপায় বলেই মনে হচ্ছে। যারা ঈদে পোশাক বা অন্য কোনো টুকিটাকি জিনিসপত্র কিনতে চান, দয়া করে তারাও একই পদ্ধতি মানতে পারেন। ই-কমার্স সাইটে গিয়ে অনলাইনে অর্ডার করে সবই কেনা যাচ্ছে এখন। অযথা কেন সবার জন্য হুমকি হবেন? একটু মেনে চলুন না বিধিনিষেধগুলো।
যদি আমি-আপনি-আমরা সবাই সরকারের বিধিনিষেধগুলো একটু মেনে, নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করতে পারি, তবে আগামী দিনে আরও কত উৎস আসবে; সেগুলো না হয় খুব ঘটা করে পালন করব। দিন তো আসবে। আজকের একটু ত্যাগ যদি সুন্দর আগামী দিন নিয়ে আসে, তাহলে ক্ষতি কী? ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে, অফিস-আদালত অচল করে, স্কুল-কলেজ স্থবির করে, সবার ক্ষতি জেনেও এই সবকিছুই করা হচ্ছে সবার বেঁচে থাকার জন্য। আমরা সবাই মিলে সতর্ক হলে, সবাই বেঁচে যাই। আবারও বলি, এবার উৎসব করুন ঘরে ঘরে, একান্তে।
নজরুলের মূল শক্তি ছিল তাঁর গতি এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ। কোমলে-কঠোরে গড়া ছিল তাঁর জীবন। তাই প্রেমের কবিতা, সাম্যের কবিতা, ইসলামি কবিতা কিংবা শ্যামা সংগীত, কোনোখানেই তিনি স্থির হয়ে দাঁড়াননি। যা কিছু সুন্দর, তার প্রতি আস্থা রেখেছেন আজীবন।
২১ ঘণ্টা আগেহোয়াইট হাউসে সপ্তাহখানেক আগে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার...
২১ ঘণ্টা আগেময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজে একজন আয়াকে প্রভাষক ও নিয়মবহির্ভূতভাবে অফিস সহকারী নিয়োগ এবং একই প্রভাষককে দুই বিষয়ে নিয়োগ দেখিয়ে ২২ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বছরের...
২১ ঘণ্টা আগে২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লিঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কৃষিঋণের সবটাই কৃষকের কাছে পৌঁছায় কি না, বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করছে। আমরা চাই, শতভাগ কৃষিঋণ কৃষকের কাছে যাক। দালালের কাছে যেন না যায়।
২ দিন আগে