সম্পাদকীয়
করোনাকালে এক ফন্দি করেছেন মাদক ব্যবসায়ীরা। জরুরি পণ্যের ছদ্মবেশে মাদক পাঠিয়ে দিচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। চট্টগ্রামের রংপুরে পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল।
মাদক যে আমাদের দেশের তরুণদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই নেশা হয়ে উঠেছে সাম্যবাদী। ধনী-গরিব সবার মাঝেই পেয়েছে একই রকম প্রশ্রয়। তবে কে কোন মাদকে অভ্যস্ত হবে, সেটা নির্ণীত হচ্ছে পুঁজিবাদের নিয়মে। চাইলেই সবার হাতে এলএসডি আসবে না। ওটা বনেদি নেশা। আবার ড্যান্ডি সেবন করতে হলে অভিজাত নেশাখোর হওয়ার দরকার নেই।
মাদকে আসক্ত হয়ে যাওয়ার পর সেটা ধরা পড়লে কতটা বিড়ম্বনায় পড়তে হয়, তা ভুক্তভোগীমাত্রই জানে। কালো অর্থনীতি বেড়ে ওঠার বড় ক্ষেত্র এই মাদক। হ্যামিলনের বাঁশিওয়ালারা ঢাকা থাকে গোপন চাদরে। এই বিশাল চক্রে কত ধরনের পেশার মানুষ যুক্ত, সেটা হয়তো আমরা ধারণাও করতে পারব না। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর সর্বত্রই মাদকের মাফিয়া চক্র যথেষ্ট শক্তিশালী। এদের বশে আনতে হলে সংশ্লিষ্ট মহলের যে সংকল্প ও দক্ষতা দরকার, সেটা খুব একটা দেখা যায় না।
লেখালেখি করলে মাদকের বিপদ সম্পর্কে হয়তো সচেতনতা বাড়ে; কিন্তু যারা মাদক সেবন করছে, তারা সেসব পড়ে দেখে না। আত্মশুদ্ধির মাধ্যমে নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে কেউ–সেটাও কষ্টকল্পনা। আমরা বরং মাদক সংগ্রহের জন্য যে কৌশলগুলো আবিষ্কার হয়ে গেছে, সেগুলোর গলায় লাগাম পরানো যায় কি না, সে ব্যাপারে কথা বলি। যেমন ইয়াবা সংগ্রহের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার গ্রুপ রয়েছে। সাংকেতিক ভাষায় কথা বলা হয় সেখানে। মোবাইলে টাকা পাঠিয়ে দিলেই ঘরে বসে পাওয়া যায় ‘আরাধ্য’ বস্তু। পথশিশুদের মন জয় করে নিয়েছে ড্যান্ডি নামে একধরনের সল্যুশন। একটু চোখ মেললেই আপনার আশপাশে এই নেশাগ্রস্ত শিশু-কিশোরদের দেখতে পাবেন। রিহ্যাবিলিটেশনের কথা বলা হচ্ছে বারবার; কিন্তু হাতে মাদক পৌঁছানোর পথ বন্ধ করতে না পারলে সেটাও খুব কাজে আসবে বলে মনে হয় না।
স্মল আর্মস, মানুষ পাচার ও মাদক ব্যবসার আন্তর্জাতিক চক্র আছে, চোরাকারবারিদের কাছে যা খুব প্রিয়। মুনাফাটাই আসল তাদের কাছে। পরিবার, শিক্ষালয়, কর্মক্ষেত্র—সর্বত্র মাদকসেবীকে সহজে চিহ্নিত করা সহজ নয়। এদের সবার পারিবারিক জীবন থাকে এমনও নয়। সেই সঙ্গে কোন পেশার, কে হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে মাদকের ক্ষেত্রে মদদ দিচ্ছে, সেটাও তো জানা যায় না। তাই সচেতনতার পাশাপাশি ওই বাঁশিওয়ালা ও তার সাঙ্গপাঙ্গদের নিরস্ত করাটাই হতে পারে মাদক থেকে বেরিয়ে আসার প্রথম কার্যকর পদক্ষেপ। ফাঁকা বুলি আর টেবিলটক এ ক্ষেত্রে কোনো কাজে দেবে না।
করোনাকালে এক ফন্দি করেছেন মাদক ব্যবসায়ীরা। জরুরি পণ্যের ছদ্মবেশে মাদক পাঠিয়ে দিচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। চট্টগ্রামের রংপুরে পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল।
মাদক যে আমাদের দেশের তরুণদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই নেশা হয়ে উঠেছে সাম্যবাদী। ধনী-গরিব সবার মাঝেই পেয়েছে একই রকম প্রশ্রয়। তবে কে কোন মাদকে অভ্যস্ত হবে, সেটা নির্ণীত হচ্ছে পুঁজিবাদের নিয়মে। চাইলেই সবার হাতে এলএসডি আসবে না। ওটা বনেদি নেশা। আবার ড্যান্ডি সেবন করতে হলে অভিজাত নেশাখোর হওয়ার দরকার নেই।
মাদকে আসক্ত হয়ে যাওয়ার পর সেটা ধরা পড়লে কতটা বিড়ম্বনায় পড়তে হয়, তা ভুক্তভোগীমাত্রই জানে। কালো অর্থনীতি বেড়ে ওঠার বড় ক্ষেত্র এই মাদক। হ্যামিলনের বাঁশিওয়ালারা ঢাকা থাকে গোপন চাদরে। এই বিশাল চক্রে কত ধরনের পেশার মানুষ যুক্ত, সেটা হয়তো আমরা ধারণাও করতে পারব না। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর সর্বত্রই মাদকের মাফিয়া চক্র যথেষ্ট শক্তিশালী। এদের বশে আনতে হলে সংশ্লিষ্ট মহলের যে সংকল্প ও দক্ষতা দরকার, সেটা খুব একটা দেখা যায় না।
লেখালেখি করলে মাদকের বিপদ সম্পর্কে হয়তো সচেতনতা বাড়ে; কিন্তু যারা মাদক সেবন করছে, তারা সেসব পড়ে দেখে না। আত্মশুদ্ধির মাধ্যমে নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে কেউ–সেটাও কষ্টকল্পনা। আমরা বরং মাদক সংগ্রহের জন্য যে কৌশলগুলো আবিষ্কার হয়ে গেছে, সেগুলোর গলায় লাগাম পরানো যায় কি না, সে ব্যাপারে কথা বলি। যেমন ইয়াবা সংগ্রহের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার গ্রুপ রয়েছে। সাংকেতিক ভাষায় কথা বলা হয় সেখানে। মোবাইলে টাকা পাঠিয়ে দিলেই ঘরে বসে পাওয়া যায় ‘আরাধ্য’ বস্তু। পথশিশুদের মন জয় করে নিয়েছে ড্যান্ডি নামে একধরনের সল্যুশন। একটু চোখ মেললেই আপনার আশপাশে এই নেশাগ্রস্ত শিশু-কিশোরদের দেখতে পাবেন। রিহ্যাবিলিটেশনের কথা বলা হচ্ছে বারবার; কিন্তু হাতে মাদক পৌঁছানোর পথ বন্ধ করতে না পারলে সেটাও খুব কাজে আসবে বলে মনে হয় না।
স্মল আর্মস, মানুষ পাচার ও মাদক ব্যবসার আন্তর্জাতিক চক্র আছে, চোরাকারবারিদের কাছে যা খুব প্রিয়। মুনাফাটাই আসল তাদের কাছে। পরিবার, শিক্ষালয়, কর্মক্ষেত্র—সর্বত্র মাদকসেবীকে সহজে চিহ্নিত করা সহজ নয়। এদের সবার পারিবারিক জীবন থাকে এমনও নয়। সেই সঙ্গে কোন পেশার, কে হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে মাদকের ক্ষেত্রে মদদ দিচ্ছে, সেটাও তো জানা যায় না। তাই সচেতনতার পাশাপাশি ওই বাঁশিওয়ালা ও তার সাঙ্গপাঙ্গদের নিরস্ত করাটাই হতে পারে মাদক থেকে বেরিয়ে আসার প্রথম কার্যকর পদক্ষেপ। ফাঁকা বুলি আর টেবিলটক এ ক্ষেত্রে কোনো কাজে দেবে না।
নজরুলের মূল শক্তি ছিল তাঁর গতি এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ। কোমলে-কঠোরে গড়া ছিল তাঁর জীবন। তাই প্রেমের কবিতা, সাম্যের কবিতা, ইসলামি কবিতা কিংবা শ্যামা সংগীত, কোনোখানেই তিনি স্থির হয়ে দাঁড়াননি। যা কিছু সুন্দর, তার প্রতি আস্থা রেখেছেন আজীবন।
২১ ঘণ্টা আগেহোয়াইট হাউসে সপ্তাহখানেক আগে গুরুত্বপূর্ণ এক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার...
২১ ঘণ্টা আগেময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজে একজন আয়াকে প্রভাষক ও নিয়মবহির্ভূতভাবে অফিস সহকারী নিয়োগ এবং একই প্রভাষককে দুই বিষয়ে নিয়োগ দেখিয়ে ২২ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বছরের...
২১ ঘণ্টা আগে২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লিঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কৃষিঋণের সবটাই কৃষকের কাছে পৌঁছায় কি না, বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করছে। আমরা চাই, শতভাগ কৃষিঋণ কৃষকের কাছে যাক। দালালের কাছে যেন না যায়।
২ দিন আগে