ভূঁইয়া সফিকুল ইসলাম
চির বসন্তের দেশ শুনেছি আছে, কিয়োটো। চির যৌবনের দেশ যে আছে, আর আমি যে চিরযুবা তা ভুলেই বসেছিলাম। প্রাক্-সত্তুরে এসে দিন গণনার বেভুল মুদ্রাদোষে ঘটে গেছে এই ভুল, আপন জীবনকে জরাগ্রস্ত করে ফেলেছিলাম। আমার গানে বসন্তপঞ্চমী আছে, প্রবীণ বৃক্ষটি বহুকুঞ্জময়। সেই কুঞ্জ নিত্যকাকলিত। আমার যে চিরসখি আছে, চির-নবীন—ভুলেই গিয়েছিলাম।
তার অঞ্চলে বাতাস, চুল উড়ছে, পায়ে নূপুর। যমুনার রূপালি রৌদ্রে বাজছে নিক্বন। মন, বাঁশি বাজাও, ‘সুরে সুরে বাঁশি পুরে/তুমি আরো আরো আরো দাও তান’। তুমি তো শুধু দেহ ঘাঁটতে আসোনি, এসেছ বাঁশি বাজাতে, এসেছ জীবনের গভীরে নামতে, ভুবনে আসন পাততে।
অতএব তুমি আমৃত্যু অশেষ যৌবনা। ভুল ধারণায় বিফল কোরো না সে যৌবন। যৌবন হারায় না। যার বাস দেহে, সে দেহের সঙ্গে হারায়; যার বাস মনে—সে কেমনে জীর্ণ হয়?
কী ভুল করল মানুষ! যৌবনকে যারা বসন্তের সাথে তুলনা করল, তারা ঋতুকে চিনল, জীবন চিনল না। জীবন কোনো ঋতু নয়, শীত এলে বসন্ত যায়, কিন্তু কোনো শীত পারে না যৌবনকে হটাতে। বর্ষা-বসন্তের মতো শীত-গ্রীষ্মেও সমান দুরন্ত যৌবন।
যে প্রেম দেহ ঘেঁটে পাওনি, আজ তা গানে পাবে। বার্ধক্যই প্রকৃত প্রেমের বয়স।
চির বসন্তের দেশ শুনেছি আছে, কিয়োটো। চির যৌবনের দেশ যে আছে, আর আমি যে চিরযুবা তা ভুলেই বসেছিলাম। প্রাক্-সত্তুরে এসে দিন গণনার বেভুল মুদ্রাদোষে ঘটে গেছে এই ভুল, আপন জীবনকে জরাগ্রস্ত করে ফেলেছিলাম। আমার গানে বসন্তপঞ্চমী আছে, প্রবীণ বৃক্ষটি বহুকুঞ্জময়। সেই কুঞ্জ নিত্যকাকলিত। আমার যে চিরসখি আছে, চির-নবীন—ভুলেই গিয়েছিলাম।
তার অঞ্চলে বাতাস, চুল উড়ছে, পায়ে নূপুর। যমুনার রূপালি রৌদ্রে বাজছে নিক্বন। মন, বাঁশি বাজাও, ‘সুরে সুরে বাঁশি পুরে/তুমি আরো আরো আরো দাও তান’। তুমি তো শুধু দেহ ঘাঁটতে আসোনি, এসেছ বাঁশি বাজাতে, এসেছ জীবনের গভীরে নামতে, ভুবনে আসন পাততে।
অতএব তুমি আমৃত্যু অশেষ যৌবনা। ভুল ধারণায় বিফল কোরো না সে যৌবন। যৌবন হারায় না। যার বাস দেহে, সে দেহের সঙ্গে হারায়; যার বাস মনে—সে কেমনে জীর্ণ হয়?
কী ভুল করল মানুষ! যৌবনকে যারা বসন্তের সাথে তুলনা করল, তারা ঋতুকে চিনল, জীবন চিনল না। জীবন কোনো ঋতু নয়, শীত এলে বসন্ত যায়, কিন্তু কোনো শীত পারে না যৌবনকে হটাতে। বর্ষা-বসন্তের মতো শীত-গ্রীষ্মেও সমান দুরন্ত যৌবন।
যে প্রেম দেহ ঘেঁটে পাওনি, আজ তা গানে পাবে। বার্ধক্যই প্রকৃত প্রেমের বয়স।
ড. সাজ্জাদ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি এই বিভাগ থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে হাইব্রিড...
১ দিন আগেবাংলাদেশে প্রায় ৬ হাজার প্রজাতির উদ্ভিদ আছে, যার মধ্যে কমপক্ষে ৩০০ প্রজাতির বিদেশি উদ্ভিদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব গাছপালা রয়েছে, তার ৪১ শতাংশই বিদেশি উদ্ভিদ। ঢাকার সড়ক বিভাজকে লাগানো ৫৬ শতাংশ গাছ বিদেশি।
১ দিন আগেসাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ বছর বয়সী যে শিশুটি গত বৃহস্পতিবার দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, সে বেঁচে আছে বটে; কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল না। চিকিৎসকেরা শিশুটির শুশ্রূষা করছেন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
২ দিন আগে