চিররঞ্জন সরকার
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে; যা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর বলে দাবি করা হচ্ছে। ৪ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ফোনালাপ ফাঁস হওয়ার পরপরই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফোনালাপের একপর্যায়ে অধ্যক্ষ কামরুন নাহারকে বলতে শোনা যায়, ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো (... বাচ্চা) যদি আমার পেছনে লাগে, আমি কিন্তু ওর পেছনে লাগব। আমি শুধু ভিকারুননিসা না, আমি তাকে দেশছাড়া করব।’ উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে গত বছরের ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই ফোনালাপে অধ্যক্ষ কামরুন নাহারের কথায় ‘খিস্তিখেউড়, গালাগাল, রাজনৈতিক দাপট দেখানো’ ইত্যাদি কারণে একশ্রেণির মানুষ খুবই মর্মাহত হয়েছেন বলে দাবি করছেন। তাঁরা কিছুতেই একজন অধ্যক্ষের মুখ থেকে এমন কথা শোনার জন্য নাকি প্রস্তুত ছিলেন না।
আসলে কামরুন নাহার কোনো দেবদেবী বা অবতার নন। তিনি আমাদের মতোই একজন মানুষ। আমাদের এই সমাজেরই মানুষ। ‘ভাগ্যদোষে’ হয়তো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। অধ্যক্ষরা কি মানুষ নন? তাঁদের কি আবেগ-অনুভূতি নেই? তাঁরা কি নোংরা বা খারাপ কথা বলতে পারেন না?
আমাদের দেশে খিস্তিখেউড়, অশ্লীল শব্দ প্রয়োগ, গালি ইত্যাদি কে না দেয়? কারওটা প্রকাশ হয়, কারওটা হয় না। কামরুন নাহার ঠিক কাজটিই করেছেন। তিনি মুখে যা এসেছে তাই বলেছেন। ভণ্ডামি বা প্রতারণা করেননি। তিনি অনেকের মতো ‘মুখে একটা মনে একটা’ ধরনের মুখোশ আঁটেননি। যা বলার স্পষ্ট করে বলেছেন। প্রতিপক্ষকে ‘উচিত ভাষায়’ শাসিয়েছেন।
গত কয়েক দশকে আমাদের সমাজে খারাপ কথা, কুকথা, নোংরা কথা, গালাগাল ইত্যাদির বাম্পার ফলন লক্ষ করা যাচ্ছে। নানা জনের কণ্ঠে নানা বাণী। এসব বাণী কবিগুরুর কবিতার মতো সুললিত নয়; বরং তা বজ্রের মতো। তিরের ফলার মতো। কুকথা বলার ক্ষেত্রে আমাদের সমাজ এক আশ্চর্য সাম্যে পৌঁছেছে। যেই মুখ খোলে, তার মুখ থেকেই অবিরল কুকথার ধারা প্রবাহিত হয়। স্বাদে-গন্ধে অপূর্ব! আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাধারণ মানুষ–সবার মুখের ভাষাই আজ প্রায় এক হয়ে গেছে। পুরো বাংলাদেশ আজ করোনার পাশাপাশি গালাগালের ভাইরাসে সংক্রমিত।
আমাদের ছোট নেতা থেকে বড় নেত্রী, সবাই কমবেশি কুভাষার চর্চা করছেন। এসব নাকি কথামৃত। লোকায়ত ভাষা। সাধারণ মানুষের স্বাভাবিক উচ্চারণ। কেউ কেউ একে নির্ভেজাল গরল অভব্য অশিক্ষার বিষ বলছেন। তাঁদের মতে, অশিক্ষিতের, বস্তুত অশিক্ষা-গর্বিতের যুক্তির অভাব হয় না! সে যুক্তি কুযুক্তি, অপযুক্তি। বাঙালি অপযুক্তির বশ হয়েছে!
যদিও উল্লিখিত যুক্তি মানা কঠিন। আসলে সব কালে, সব সমাজেই গালি দেওয়ার রীতি প্রচলিত ছিল বা আছে। এ ক্ষেত্রে গ্রাম-শহর, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিবের ব্যবধান খুব একটা নেই। সবাই গালি দেয়। শিক্ষিতরা দেয় ইংরেজিতে, আর সাধারণরা দেয় বাংলায়, কখনো আঞ্চলিক ভাষায়।
অনেকে বলেন, গালি দেওয়াটা কোনো সংস্কৃতিমান মানুষের কাজ নয়। ‘অসংস্কৃত’, ‘নিচু স্তরের’ মানুষই গালাগাল করে বেশি। তাদের কথায় স্ল্যাং বা গালির আধিক্য থাকে। তবে এখন শিক্ষিত-অশিক্ষিতের মধ্যে গালাগালের ব্যাপারে খুব একটা ইতর-বিশেষ নেই। যেসব শব্দ ছাপার অযোগ্য বলে গণ্য হতো, সেসব আজ সর্বজনীন হয়ে জননেতার মুখে, বুদ্ধিজীবীর লেখায় কিংবা সোশ্যাল মিডিয়ার দেয়ালে ভেসে বেড়ায়! সংবাদমাধ্যমের ওয়েবসাইটে সংবাদ কিংবা মতামতের নিচে সাংবাদিকদের প্রতি যে কদর্যতর হুমকি দিয়ে মন্তব্য পোস্ট করা হয়, কিছুদিন আগেও যা অকল্পনীয় ছিল।
এখন এসব কুকথা মানুষ লিখে আনন্দ পাচ্ছে, বলে আনন্দ পাচ্ছে, যারা পড়ে কিংবা শোনে–তারাও নিশ্চয়ই আনন্দ পায়। এসবের চাহিদা বা বাজারমূল্য যদি না-ই থাকবে, তাহলে সবাই গালাগালের প্রতি এমন উৎসাহ দেখাবে কেন? গালি বা কুকথা যদি কোনো ‘প্রোডাক্ট’ হয়, তার ক্রেতা আমরা সবাই। আর যার চাহিদা আছে, কাটতি আছে, তাকে বাজার থেকে হটাবে কে? এখন তো ‘সবার উপরে বাজার সত্য, তাহার ওপরে নাই!’
গালাগালি কারও ভালো লাগুক চাই না লাগুক, গালির কিন্তু অনেক গুণ। একটা মানুষ কতটা শিক্ষিত, রুচিবান, উন্নত চিন্তাধারার–সেটা নির্ণয় করা কঠিন কাজ। যারা গালি দেয়, কুকথা বলে, আমরা খুব সহজে তাদের বংশ, রুচির সুন্দর পরিচয় পাই। এখনকার এই চতুরের দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। গালিবাজরা নিজেরাই কত ভদ্রভাবে নিজেদের চিনিয়ে দেয়।
কাজেই গালি চলুক, চলতে থাকুক!
লেখক: রম্যলেখক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে; যা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর বলে দাবি করা হচ্ছে। ৪ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ফোনালাপ ফাঁস হওয়ার পরপরই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ফোনালাপের একপর্যায়ে অধ্যক্ষ কামরুন নাহারকে বলতে শোনা যায়, ‘আমি বালিশের নিচে পিস্তল রাখি। কোনো (... বাচ্চা) যদি আমার পেছনে লাগে, আমি কিন্তু ওর পেছনে লাগব। আমি শুধু ভিকারুননিসা না, আমি তাকে দেশছাড়া করব।’ উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে গত বছরের ডিসেম্বরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই ফোনালাপে অধ্যক্ষ কামরুন নাহারের কথায় ‘খিস্তিখেউড়, গালাগাল, রাজনৈতিক দাপট দেখানো’ ইত্যাদি কারণে একশ্রেণির মানুষ খুবই মর্মাহত হয়েছেন বলে দাবি করছেন। তাঁরা কিছুতেই একজন অধ্যক্ষের মুখ থেকে এমন কথা শোনার জন্য নাকি প্রস্তুত ছিলেন না।
আসলে কামরুন নাহার কোনো দেবদেবী বা অবতার নন। তিনি আমাদের মতোই একজন মানুষ। আমাদের এই সমাজেরই মানুষ। ‘ভাগ্যদোষে’ হয়তো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। অধ্যক্ষরা কি মানুষ নন? তাঁদের কি আবেগ-অনুভূতি নেই? তাঁরা কি নোংরা বা খারাপ কথা বলতে পারেন না?
আমাদের দেশে খিস্তিখেউড়, অশ্লীল শব্দ প্রয়োগ, গালি ইত্যাদি কে না দেয়? কারওটা প্রকাশ হয়, কারওটা হয় না। কামরুন নাহার ঠিক কাজটিই করেছেন। তিনি মুখে যা এসেছে তাই বলেছেন। ভণ্ডামি বা প্রতারণা করেননি। তিনি অনেকের মতো ‘মুখে একটা মনে একটা’ ধরনের মুখোশ আঁটেননি। যা বলার স্পষ্ট করে বলেছেন। প্রতিপক্ষকে ‘উচিত ভাষায়’ শাসিয়েছেন।
গত কয়েক দশকে আমাদের সমাজে খারাপ কথা, কুকথা, নোংরা কথা, গালাগাল ইত্যাদির বাম্পার ফলন লক্ষ করা যাচ্ছে। নানা জনের কণ্ঠে নানা বাণী। এসব বাণী কবিগুরুর কবিতার মতো সুললিত নয়; বরং তা বজ্রের মতো। তিরের ফলার মতো। কুকথা বলার ক্ষেত্রে আমাদের সমাজ এক আশ্চর্য সাম্যে পৌঁছেছে। যেই মুখ খোলে, তার মুখ থেকেই অবিরল কুকথার ধারা প্রবাহিত হয়। স্বাদে-গন্ধে অপূর্ব! আমাদের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাধারণ মানুষ–সবার মুখের ভাষাই আজ প্রায় এক হয়ে গেছে। পুরো বাংলাদেশ আজ করোনার পাশাপাশি গালাগালের ভাইরাসে সংক্রমিত।
আমাদের ছোট নেতা থেকে বড় নেত্রী, সবাই কমবেশি কুভাষার চর্চা করছেন। এসব নাকি কথামৃত। লোকায়ত ভাষা। সাধারণ মানুষের স্বাভাবিক উচ্চারণ। কেউ কেউ একে নির্ভেজাল গরল অভব্য অশিক্ষার বিষ বলছেন। তাঁদের মতে, অশিক্ষিতের, বস্তুত অশিক্ষা-গর্বিতের যুক্তির অভাব হয় না! সে যুক্তি কুযুক্তি, অপযুক্তি। বাঙালি অপযুক্তির বশ হয়েছে!
যদিও উল্লিখিত যুক্তি মানা কঠিন। আসলে সব কালে, সব সমাজেই গালি দেওয়ার রীতি প্রচলিত ছিল বা আছে। এ ক্ষেত্রে গ্রাম-শহর, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিবের ব্যবধান খুব একটা নেই। সবাই গালি দেয়। শিক্ষিতরা দেয় ইংরেজিতে, আর সাধারণরা দেয় বাংলায়, কখনো আঞ্চলিক ভাষায়।
অনেকে বলেন, গালি দেওয়াটা কোনো সংস্কৃতিমান মানুষের কাজ নয়। ‘অসংস্কৃত’, ‘নিচু স্তরের’ মানুষই গালাগাল করে বেশি। তাদের কথায় স্ল্যাং বা গালির আধিক্য থাকে। তবে এখন শিক্ষিত-অশিক্ষিতের মধ্যে গালাগালের ব্যাপারে খুব একটা ইতর-বিশেষ নেই। যেসব শব্দ ছাপার অযোগ্য বলে গণ্য হতো, সেসব আজ সর্বজনীন হয়ে জননেতার মুখে, বুদ্ধিজীবীর লেখায় কিংবা সোশ্যাল মিডিয়ার দেয়ালে ভেসে বেড়ায়! সংবাদমাধ্যমের ওয়েবসাইটে সংবাদ কিংবা মতামতের নিচে সাংবাদিকদের প্রতি যে কদর্যতর হুমকি দিয়ে মন্তব্য পোস্ট করা হয়, কিছুদিন আগেও যা অকল্পনীয় ছিল।
এখন এসব কুকথা মানুষ লিখে আনন্দ পাচ্ছে, বলে আনন্দ পাচ্ছে, যারা পড়ে কিংবা শোনে–তারাও নিশ্চয়ই আনন্দ পায়। এসবের চাহিদা বা বাজারমূল্য যদি না-ই থাকবে, তাহলে সবাই গালাগালের প্রতি এমন উৎসাহ দেখাবে কেন? গালি বা কুকথা যদি কোনো ‘প্রোডাক্ট’ হয়, তার ক্রেতা আমরা সবাই। আর যার চাহিদা আছে, কাটতি আছে, তাকে বাজার থেকে হটাবে কে? এখন তো ‘সবার উপরে বাজার সত্য, তাহার ওপরে নাই!’
গালাগালি কারও ভালো লাগুক চাই না লাগুক, গালির কিন্তু অনেক গুণ। একটা মানুষ কতটা শিক্ষিত, রুচিবান, উন্নত চিন্তাধারার–সেটা নির্ণয় করা কঠিন কাজ। যারা গালি দেয়, কুকথা বলে, আমরা খুব সহজে তাদের বংশ, রুচির সুন্দর পরিচয় পাই। এখনকার এই চতুরের দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। গালিবাজরা নিজেরাই কত ভদ্রভাবে নিজেদের চিনিয়ে দেয়।
কাজেই গালি চলুক, চলতে থাকুক!
লেখক: রম্যলেখক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
৮ মিনিট আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
১১ মিনিট আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
১৫ মিনিট আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
২০ মিনিট আগে