মোহাম্মদ ইউসুফ
চট্টগ্রাম এখনো গ্রাম থেকে শহর হয়ে উঠতে পারেনি। মেয়র আসে মেয়র যায় কিন্তু বন্দর শহর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার গল্প শুনতে শুনতে নগরবাসী ক্লান্ত।
সিটি করপোরেশন প্রশাসনের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা লেগেই আছে। অপচয় ও অনিয়ম-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। এ সংস্থার প্রশাসনে নেই চেইন অব কমান্ড। উপযুক্ত কর্মকর্তাদের যথাযথ পদায়ন হয়নি। আছে দক্ষ জনবলের অভাবও।
চট্টগ্রাম সিটিকে ৬টি প্রশাসনিক জোনে ভাগ করা হলেও সুফল নগরবাসী পাচ্ছেন না। সিডিএ, ওয়াসা, বন্দর ও অন্যান্য সরকারিসংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেই চসিকের।
সিভিল প্রকৌশল বিভাগে অনিয়ম-দুর্নীতির বিষয়টি ওপেন-সিক্রেট। টেন্ডার ও যাচাই-বাছাইয়ে অনিয়ম বন্ধ হচ্ছে না। প্রকৌশলীদের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ পুরোনো। রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজের পরিদর্শন ও তত্ত্বাবধানে ঘাপলা, পরিমাপে অনিয়ম যেন নিয়ম। তদবির ও তোষামোদিতে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ার অভিযোগ রয়েছে।
রাজস্ব বিভাগে হোল্ডিং ট্যাক্স দিতে গিয়ে নগরবাসী হয়রানির শিকার হচ্ছেন। কর নির্ধারণে করপোরেশনের নীতিমালার মাঠপর্যায়ে বাস্তবায়ন নেই। মন্ত্রণালয়ের নির্দেশ ও করপোরেশনের প্রচলিত বিধান উপেক্ষা করে এবারও ১ কোটি টাকা অনাদায়ি রেখে বাজার ইজারা দেওয়ার খবর পত্রপত্রিকায় এসেছে।
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে শিক্ষা বিভাগকে প্রতিবছর ৩২ কোটি টাকা ভর্তুকি দেয় করপোরেশন। স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে স্কুল-কলজে শিক্ষার মানে উন্নতি কম।
যান্ত্রিক প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না। মেরামত না করেও বিল তোলার অভিযোগ সর্বজনবিদিত। পরিচ্ছন্ন অফিসের বিরুদ্ধে মশকনিধনের ওষুধ ও ব্লিচিং পাউডার কেনা, মজুত ও ব্যবহারে গোঁজামিলের অভিযোগ আছে।
বিদ্যুৎ প্রকৌশল বিভাগেও সরঞ্জাম ক্রয়, মজুত ও ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। চসিকের স্বাস্থ্য বিভাগে জনগণের চেয়ে এখানে বেশি সুযোগ-সুবিধে নিচ্ছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যেরা। মেডিকেল যন্ত্রপাতি ক্রয়, মজুত ও রক্ষণাবেক্ষণে জবাবদিহি নেই। টিকাদান কার্যক্রমে বাড়ি বাড়ি সার্চিং কার্যক্রম হতাশাজনক। তবে দুই নির্বাচিত মেয়রের অন্তর্বর্তীকালীন সময়ে মাত্র ছয় মাসের জন্য এসে চমক দেখিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। ৯০ দিনে গুনে গুনে দেখিয়ে গেছেন নগরপিতার কী করা দরকার।
লেখক: প্রধান-সম্পাদক, চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম
চট্টগ্রাম এখনো গ্রাম থেকে শহর হয়ে উঠতে পারেনি। মেয়র আসে মেয়র যায় কিন্তু বন্দর শহর চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার গল্প শুনতে শুনতে নগরবাসী ক্লান্ত।
সিটি করপোরেশন প্রশাসনের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা লেগেই আছে। অপচয় ও অনিয়ম-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। এ সংস্থার প্রশাসনে নেই চেইন অব কমান্ড। উপযুক্ত কর্মকর্তাদের যথাযথ পদায়ন হয়নি। আছে দক্ষ জনবলের অভাবও।
চট্টগ্রাম সিটিকে ৬টি প্রশাসনিক জোনে ভাগ করা হলেও সুফল নগরবাসী পাচ্ছেন না। সিডিএ, ওয়াসা, বন্দর ও অন্যান্য সরকারিসংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেই চসিকের।
সিভিল প্রকৌশল বিভাগে অনিয়ম-দুর্নীতির বিষয়টি ওপেন-সিক্রেট। টেন্ডার ও যাচাই-বাছাইয়ে অনিয়ম বন্ধ হচ্ছে না। প্রকৌশলীদের বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ পুরোনো। রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজের পরিদর্শন ও তত্ত্বাবধানে ঘাপলা, পরিমাপে অনিয়ম যেন নিয়ম। তদবির ও তোষামোদিতে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ার অভিযোগ রয়েছে।
রাজস্ব বিভাগে হোল্ডিং ট্যাক্স দিতে গিয়ে নগরবাসী হয়রানির শিকার হচ্ছেন। কর নির্ধারণে করপোরেশনের নীতিমালার মাঠপর্যায়ে বাস্তবায়ন নেই। মন্ত্রণালয়ের নির্দেশ ও করপোরেশনের প্রচলিত বিধান উপেক্ষা করে এবারও ১ কোটি টাকা অনাদায়ি রেখে বাজার ইজারা দেওয়ার খবর পত্রপত্রিকায় এসেছে।
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্যে শিক্ষা বিভাগকে প্রতিবছর ৩২ কোটি টাকা ভর্তুকি দেয় করপোরেশন। স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে স্কুল-কলজে শিক্ষার মানে উন্নতি কম।
যান্ত্রিক প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না। মেরামত না করেও বিল তোলার অভিযোগ সর্বজনবিদিত। পরিচ্ছন্ন অফিসের বিরুদ্ধে মশকনিধনের ওষুধ ও ব্লিচিং পাউডার কেনা, মজুত ও ব্যবহারে গোঁজামিলের অভিযোগ আছে।
বিদ্যুৎ প্রকৌশল বিভাগেও সরঞ্জাম ক্রয়, মজুত ও ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। চসিকের স্বাস্থ্য বিভাগে জনগণের চেয়ে এখানে বেশি সুযোগ-সুবিধে নিচ্ছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যেরা। মেডিকেল যন্ত্রপাতি ক্রয়, মজুত ও রক্ষণাবেক্ষণে জবাবদিহি নেই। টিকাদান কার্যক্রমে বাড়ি বাড়ি সার্চিং কার্যক্রম হতাশাজনক। তবে দুই নির্বাচিত মেয়রের অন্তর্বর্তীকালীন সময়ে মাত্র ছয় মাসের জন্য এসে চমক দেখিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। ৯০ দিনে গুনে গুনে দেখিয়ে গেছেন নগরপিতার কী করা দরকার।
লেখক: প্রধান-সম্পাদক, চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। অনেকের কাছে এই ফলাফল অপ্রত্যাশিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ওপর আস্থা রেখেছেন। নির্বাচন চলাকালে বিভিন্ন অভিযোগ উঠেছিল এবং নির্বাচনের পর ভোট গণনার সময় সারা রাত বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান আমার, শুধু আমার নয় বরং অনেকেরই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ার সুযোগ পেলাম, তখন প্রথম দিন বড় বোনের কাছ থেকে শাড়ি এনে পরে বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম। সেই দিনের শিহরণ, অনুভূতি এখনো শরীর-মনে দোলা দেয়।
১৪ ঘণ্টা আগেনির্বাচনের পরে যাঁরা মন্ত্রী হবেন, তাঁদের জন্য ৬০টি গাড়ি কেনার তোড়জোড় শুরু হয়েছিল। প্রস্তাব এসেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সমালোচনার মুখে সেই পথ থেকে সরে এসেছে সরকার। বাতিল করা হয়েছে গাড়ি কেনার সিদ্ধান্ত। বহু দুঃসংবাদের মধ্যে এটি একটি সুসংবাদ। গাছে কাঁঠাল গোঁফে তেল ধরনের এই কেনাকাটার বিষয়টি
১৪ ঘণ্টা আগেজাতীয় প্রেসক্লাবে ৭ সেপ্টেম্বর গণশক্তি আয়োজন করে ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভা। সেই সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যে প্রশ্নটি করেছেন, তা কোটি টাকার সঙ্গে তুলনা করাই যায়। তাঁর সহজ জিজ্ঞাসা—‘ভোটের দিন যাঁর যেখানে শক্তি আছে, তাঁর যদি মনে হয় জিততে পারবেন না...
২ দিন আগে