Ajker Patrika

বাংলাদেশিরা ইউক্রেন ছাড়তে চাইলে সরকার সহযোগিতা করবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৩৪
বাংলাদেশিরা ইউক্রেন ছাড়তে চাইলে সরকার সহযোগিতা করবে

ইউক্রেনে যুদ্ধের দামামা বাজছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ নাগরিকদের দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে। ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস থেকেও বাংলাদেশিদের এমন পরামর্শ দেওয় হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, কেউ ইউক্রেন ছাড়তে চাইলে তাঁকে সরকার সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে ইউক্রেনের দায়িত্বপ্রাপ্ত পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তাঁরা বাংলাদেশে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে বাংলাদেশিদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হলো। ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাঁদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে আজ সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো দেশে বা অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে সে অঞ্চলে থাকা বাংলাদেশিদের সাবধান করে দিই। এ ক্ষেত্রেও সেটি করা হয়েছে। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা নাগরিকদের সাবধান করেছে। আমরা কাউকে ছাড়তে বাধ্য করতে পারি না। ইউক্রেনে থাকা বাংলাদেশিরা ফেরত আসতে চাইলে সরকার সহযোগিতা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত