নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নড়াইল–১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি বলেছেন, দুর্নীতি আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। আমার কাছে মনে হয় এ দুর্নীতির আঘাত থেকে আমরা কেউ বাইরে নই। মূল দোষ হয় জনপ্রতিনিধির।
বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কবিরুল হক মুক্তি।
তিনি বলেন, সংসদের সাড়ে তিনশ এমপি, তাঁদের দুর্নীতি করার সুযোগ কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, চাকরি হয় না। আমার কথায় সরকারের কোনো কেনাকাটা হয় না। তাহলে দুর্নীতি কীভাবে করব? তারাই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা সরকারের কেনাকাটায় জড়িত।
মুক্তি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) আছেন, একজন পিডির কত শত শত কোটি টাকা আছে! আমার কাছে মনে হয় এরা মানসিক বিকারগ্রস্ত! এদের চিকিৎসা হওয়া প্রয়োজন। আমাদের সময় খুব কম। দেশটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে না পারি তাহলে ৩০ লাখ শহীদ আমাদের অভিশাপ দেবে।
কবিরুল হক মুক্তি বলেন, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরা (এমপি) কথায় কথায় বিদেশে চেকআপে যায়, মাউন্ট এলিজাবেথ, ইউরোপ-আমেরিকায় যায়। এর মাধ্যমে আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জনগণের কাছে অনাস্থা যায়। এ অবস্থা থেকে উত্তরণ না হলে আমরা যতই বড় বাজেট দি না কেন দেশের জন্য ভালো হবে না।
অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যে অবস্থা দাঁড়িয়েছে একটা দেশ তাতে চলতে পারে না। সময় এসেছে দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া এবং পুরো ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা করার। সংসদ সদস্য নির্বাচনের আগে যেভাবে হলফনামায় সংসদ সদস্যদের সম্পদের হিসাব দিতে হয়, সেভাবে সরকারি কর্মচারীদের চাকরির শুরুতে সম্পদের হিসাব দেওয়ার বিধান করার দাবি জানান তিনি।
জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম আরও বলেন, এখন জনগণ দেখছে কীভাবে দুর্নীতি হচ্ছে, প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে। সবাই দুর্নীতিবাজ নন। কিন্তু সবার ওপর দায় আসছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে।
কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে তিনি বলেন, এই সুযোগ অনৈতিক। অবৈধ আয় যদি ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যায় তাহলে কেন অন্যরা কর দেবেন।
আনিসুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু দুর্নীতির ঘটনা সামনে এসেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে শত শত কোটি নয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে।
বাজেটের সমালোচকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশে নানান ধরনের বিশেষজ্ঞ আছে। সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ। বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ এবং বিশেষ উদ্দেশে বিশেষজ্ঞ। এ বিশেষজ্ঞরা নানা ধরনের মত দেয়। ভারত ও পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে কথা হয়, তার ছিটে-ফোঁটাও আমাদের দেশের বিশেষজ্ঞরা করেন না। তারা শুধু সমালোচনাই করতে পারেন। কিছু বিশেষজ্ঞ আছেন তারা মনে করেন যদি ভুল ধরা না হয় তাহলে যে তারা বিজ্ঞ তা প্রমাণিত হয় না। এ জন্য তারা ভুল ধরে। কেউ পড়ছেন রাজনীতি তিনি অর্থনীতির বিশেষজ্ঞ। পড়েছেন আইন তিনি পরিবেশ বিশেষজ্ঞ। পড়েছেন অর্থনীতি, বিশ্ববিদ্যালয়ে পড়ানও অর্থনীতি, তিনি আবার পরিবেশ-তেল-গ্যাস বিশেষজ্ঞ। এ ধরনের নানা বিশেষজ্ঞ আছে। যখন কোনো বাজেট দেওয়া হয় তখন গৎবাঁধা সমালোচনা করে।
বিএনপির আমলের বাজেটের সঙ্গে বর্তমান বাজেটের তুলনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের বাজেট যখন বাড়ে তার অর্থ দেশের অর্থনীতি মজবুত হচ্ছে দেশ ভালো হচ্ছে মানুষ উপকার পাচ্ছে। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা হয়। সমগ্র পৃথিবী মূল্যস্ফীতিতে জর্জরিত। সে তুলনায় অনেক দেশের তুলনায় আমাদের কম। এ সময় তিনি পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, মিয়ানমার, ইরানের উদাহরণ দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।
দুর্নীতি দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নড়াইল–১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি বলেছেন, দুর্নীতি আমাদের দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। আমার কাছে মনে হয় এ দুর্নীতির আঘাত থেকে আমরা কেউ বাইরে নই। মূল দোষ হয় জনপ্রতিনিধির।
বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কবিরুল হক মুক্তি।
তিনি বলেন, সংসদের সাড়ে তিনশ এমপি, তাঁদের দুর্নীতি করার সুযোগ কোথায়? আমার কথায় কোনো কাজ হয় না, চাকরি হয় না। আমার কথায় সরকারের কোনো কেনাকাটা হয় না। তাহলে দুর্নীতি কীভাবে করব? তারাই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা সরকারের কেনাকাটায় জড়িত।
মুক্তি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) আছেন, একজন পিডির কত শত শত কোটি টাকা আছে! আমার কাছে মনে হয় এরা মানসিক বিকারগ্রস্ত! এদের চিকিৎসা হওয়া প্রয়োজন। আমাদের সময় খুব কম। দেশটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে না পারি তাহলে ৩০ লাখ শহীদ আমাদের অভিশাপ দেবে।
কবিরুল হক মুক্তি বলেন, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরা (এমপি) কথায় কথায় বিদেশে চেকআপে যায়, মাউন্ট এলিজাবেথ, ইউরোপ-আমেরিকায় যায়। এর মাধ্যমে আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে জনগণের কাছে অনাস্থা যায়। এ অবস্থা থেকে উত্তরণ না হলে আমরা যতই বড় বাজেট দি না কেন দেশের জন্য ভালো হবে না।
অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যে অবস্থা দাঁড়িয়েছে একটা দেশ তাতে চলতে পারে না। সময় এসেছে দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া এবং পুরো ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা করার। সংসদ সদস্য নির্বাচনের আগে যেভাবে হলফনামায় সংসদ সদস্যদের সম্পদের হিসাব দিতে হয়, সেভাবে সরকারি কর্মচারীদের চাকরির শুরুতে সম্পদের হিসাব দেওয়ার বিধান করার দাবি জানান তিনি।
জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম আরও বলেন, এখন জনগণ দেখছে কীভাবে দুর্নীতি হচ্ছে, প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে। সবাই দুর্নীতিবাজ নন। কিন্তু সবার ওপর দায় আসছে। এই দুর্নীতি বন্ধ করতে হবে।
কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে তিনি বলেন, এই সুযোগ অনৈতিক। অবৈধ আয় যদি ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যায় তাহলে কেন অন্যরা কর দেবেন।
আনিসুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু দুর্নীতির ঘটনা সামনে এসেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে শত শত কোটি নয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে।
বাজেটের সমালোচকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশে নানান ধরনের বিশেষজ্ঞ আছে। সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ। বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ এবং বিশেষ উদ্দেশে বিশেষজ্ঞ। এ বিশেষজ্ঞরা নানা ধরনের মত দেয়। ভারত ও পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি নিয়ে কথা হয়, তার ছিটে-ফোঁটাও আমাদের দেশের বিশেষজ্ঞরা করেন না। তারা শুধু সমালোচনাই করতে পারেন। কিছু বিশেষজ্ঞ আছেন তারা মনে করেন যদি ভুল ধরা না হয় তাহলে যে তারা বিজ্ঞ তা প্রমাণিত হয় না। এ জন্য তারা ভুল ধরে। কেউ পড়ছেন রাজনীতি তিনি অর্থনীতির বিশেষজ্ঞ। পড়েছেন আইন তিনি পরিবেশ বিশেষজ্ঞ। পড়েছেন অর্থনীতি, বিশ্ববিদ্যালয়ে পড়ানও অর্থনীতি, তিনি আবার পরিবেশ-তেল-গ্যাস বিশেষজ্ঞ। এ ধরনের নানা বিশেষজ্ঞ আছে। যখন কোনো বাজেট দেওয়া হয় তখন গৎবাঁধা সমালোচনা করে।
বিএনপির আমলের বাজেটের সঙ্গে বর্তমান বাজেটের তুলনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের বাজেট যখন বাড়ে তার অর্থ দেশের অর্থনীতি মজবুত হচ্ছে দেশ ভালো হচ্ছে মানুষ উপকার পাচ্ছে। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা হয়। সমগ্র পৃথিবী মূল্যস্ফীতিতে জর্জরিত। সে তুলনায় অনেক দেশের তুলনায় আমাদের কম। এ সময় তিনি পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, মিয়ানমার, ইরানের উদাহরণ দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
৪ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৪ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৫ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৬ ঘণ্টা আগে