Ajker Patrika

টিকিট ছাড়ার ৩০ মিনিটে রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটে ৭৩ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৪: ২৭
টিকিট ছাড়ার ৩০ মিনিটে রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটে ৭৩ লাখ হিট

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় অনলাইন যুদ্ধ। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে দেখা যায়, সাড়ে ৮টার মধ্যে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিটের জন্য ৭৩ লাখ বার চেষ্টা করা হয়েছে।

রেলওয়েই সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত অনলাইনে ঢাকা থেকে ৯ হাজার ৪০০টি টিকিট বিক্রি হয়েছে। এরপর সকাল সাড়ে ৮টার মধ্যে ১২ হাজার ১২টি টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টা ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। সকাল ১০টার মধ্যে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে নুর আলম সিদ্দিক নামের এক ব্যক্তি ‘বাংলাদেশ রেলওয়ে হেল্প লাইন’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশের চিত্র। সকাল ৭টা ৫৯ থেকে ট্রাই করে ৮টা ৩ মিনিটে দেখি সব টিকিট বুক হয়ে গেছে। যত বার ট্রাই করেছি, দেখায় টিকিট নেই। আজকেও ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিট নিতে পারিনি।’

আজ শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। এ সময় ২৩টা ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।

গতকাল শুক্রবার ২৪ মার্চের অগ্রিম টিকিট কাটতে ওয়েবসাইটে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রায় ২০ লাখ হিট হয়েছিল।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...