নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন
ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
২ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
২ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৩ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৩ ঘণ্টা আগে