নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবার-স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ট্রেনে করে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা। রাত-দিন এক করে অগ্রিম টিকিট কাটার চরম ভোগান্তি শেষে এবার যাত্রার শুরুতেই বিলম্বের ভোগান্তি। নির্ধারিত সময় ট্রেন না ছাড়ায় ক্ষিপ্ত যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ বলছে, সামান্য একটু বিলম্ব নিয়েই ঈদ যাত্রা করতে হবে।
গত ২৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট ক্রয়কারী যাত্রীরাই গতকাল ট্রেনে যাত্রা করেছেন। গতকাল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে থেকে দেশের বিভিন্ন গন্তব্যের লক্ষ্যে ৩৮ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরি করে ছেড়ে গেছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে।
সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে সকাল ছেড়ে গেছে সকাল সাড়ে ৭টায়। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৫৫ মিনিট বিলম্বে ছেড়েছে সকাল ৬টা ৫৫ মিনিটে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে যায় ৮টা ৪৭ মিনিটে। রংপুরগামী রংপুর এক্সপ্রেসের সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করে স্টেশন ছাড়ে সকাল ১০টা ৩০ মিনিটে। জামালপুর এক্সপ্রেস সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে। রাজশাহী কমিউটার ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও গেছে ১টা ৪৬ মিনিটে ছেড়ে গেছে। বনলতা এক্সপ্রেস আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে দুপর ২টায়।
এ বিষয়ে, কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘বুধবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে। পশ্চিমাঞ্চলে জয়দেবপুর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত স্টেশনগুলো একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি এ কারণে ক্রসিংয়ে সময় একটু বেশি লাগে। এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব ৩০ কিলোমিটার, একটা ট্রেন গেলে অন্য আরেক আসতে বা যেতে পারে না। অপারেটিং সিস্টেমের কারণেও ট্রেনের যাত্রা কিছুটা বিলম্ব হয়। আমাদের প্রস্তুতি ও চেষ্টা রয়েছে যেন এবারের ঈদ যাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় না হয়। তবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর কিছুটা বিলম্ব এবং শিডিউল বিপর্যয় হতে পারে এবং সেটা আমাদের মেনে নিয়েই চলতে হবে।’
এদিকে, ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছে ঘরমুখো মানুষ। রংপুর এক্সপ্রেসের যাত্রী মো. ইসরাফিল বলেন, ‘আমাদের ট্রেন সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু যথাসময়ে ছেড়ে যায়নি। ছোট বাচ্চা নিয়ে স্টেশনে বসে থাকা বেশি কষ্টের। আজ তো চাপ নেই তারপরও ঈদযাত্রার প্রথম দিনের ট্রেনের সময় বিলম্ব হচ্ছে। এর আগে দীর্ঘ ১০ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়েছিলাম। স্টেশনেই কাউন্টারের সামনে সারা রাত লাইনে অপেক্ষা করে সকালে টিকিট কেটেছিলাম। এখন ঈদ যাত্রায়ও সেই একই দৃশ্য। তবে ঘরে ফিরতে পারব এটাই আনন্দের বিষয়।’
ট্রেন বিলম্ব ছাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী-শিশুরা। সুমনা পারভিন নামের এক যাত্রী বলেন, ‘সকালের ধূমকেতু ট্রেন ধরতে সাহরি খেয়েই স্টেশনে চলে আসি। কিন্তু সকাল ৬টার ট্রেন ১ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এই গরমের মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্টেশনে বসে থাকা অনেক কষ্টের। এমনিতেই মানুষের অনেক ভিড়।’
বাংলাদেশ রেলওয়ে এর আগে জানিয়েছিল এবার ঈদে প্রতি ট্রেনেই মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে বগি যুক্ত থাকবে। কিন্তু ঈদ যাত্রার প্রথম দিনে কোনো ট্রেনেই এই বিশেষ বগির দেখা পাওয়া যায়নি।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ
ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। বুধবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল। তবে, গত চার দিনের তুলনায় গতকাল কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় কম ছিল। সেই সঙ্গে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, সার্ভার ডাউন, কম্পিউটার ধীর গতির হয়ে যাওয়াসহ নানা কারণে যাত্রীদের টিকিট দিতে ধীর গতি দেখা দিয়েছিল টিকিট বিক্রির শেষ দিনে।
গতকাল অনলাইনে টিকিট কাটতে সকালে ওয়েবসাইটে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন একাধিক যাত্রী। তবে দু-একজনকে অনলাইনে টিকিট পেতে দেখাও গেছে স্টেশনে।
রেলের তথ্য অনুযায়ী, এবার ঈদযাত্রায় প্রতিদিন ২৭ হাজার ৮৫৩টি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২ হাজার ১৫৭টি এবং কাউন্টারে ১৫ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি হয়েছে।
গতকাল কমলাপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেল মানুষের আশা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এই ঈদেও সেটা দেখা গেছে। এবার ঈদে মানুষ ট্রেনকে প্রথম বাহন হিসেবে পছন্দ করেছে।’
পরিবার-স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ট্রেনে করে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা। রাত-দিন এক করে অগ্রিম টিকিট কাটার চরম ভোগান্তি শেষে এবার যাত্রার শুরুতেই বিলম্বের ভোগান্তি। নির্ধারিত সময় ট্রেন না ছাড়ায় ক্ষিপ্ত যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ বলছে, সামান্য একটু বিলম্ব নিয়েই ঈদ যাত্রা করতে হবে।
গত ২৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট ক্রয়কারী যাত্রীরাই গতকাল ট্রেনে যাত্রা করেছেন। গতকাল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে থেকে দেশের বিভিন্ন গন্তব্যের লক্ষ্যে ৩৮ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরি করে ছেড়ে গেছে। তবে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে।
সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে সকাল ছেড়ে গেছে সকাল সাড়ে ৭টায়। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৫৫ মিনিট বিলম্বে ছেড়েছে সকাল ৬টা ৫৫ মিনিটে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে যায় ৮টা ৪৭ মিনিটে। রংপুরগামী রংপুর এক্সপ্রেসের সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা ২০ মিনিট দেরি করে স্টেশন ছাড়ে সকাল ১০টা ৩০ মিনিটে। জামালপুর এক্সপ্রেস সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে। রাজশাহী কমিউটার ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও গেছে ১টা ৪৬ মিনিটে ছেড়ে গেছে। বনলতা এক্সপ্রেস আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে দুপর ২টায়।
এ বিষয়ে, কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘বুধবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে। পশ্চিমাঞ্চলে জয়দেবপুর থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত স্টেশনগুলো একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি এ কারণে ক্রসিংয়ে সময় একটু বেশি লাগে। এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব ৩০ কিলোমিটার, একটা ট্রেন গেলে অন্য আরেক আসতে বা যেতে পারে না। অপারেটিং সিস্টেমের কারণেও ট্রেনের যাত্রা কিছুটা বিলম্ব হয়। আমাদের প্রস্তুতি ও চেষ্টা রয়েছে যেন এবারের ঈদ যাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় না হয়। তবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর কিছুটা বিলম্ব এবং শিডিউল বিপর্যয় হতে পারে এবং সেটা আমাদের মেনে নিয়েই চলতে হবে।’
এদিকে, ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছে ঘরমুখো মানুষ। রংপুর এক্সপ্রেসের যাত্রী মো. ইসরাফিল বলেন, ‘আমাদের ট্রেন সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু যথাসময়ে ছেড়ে যায়নি। ছোট বাচ্চা নিয়ে স্টেশনে বসে থাকা বেশি কষ্টের। আজ তো চাপ নেই তারপরও ঈদযাত্রার প্রথম দিনের ট্রেনের সময় বিলম্ব হচ্ছে। এর আগে দীর্ঘ ১০ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়েছিলাম। স্টেশনেই কাউন্টারের সামনে সারা রাত লাইনে অপেক্ষা করে সকালে টিকিট কেটেছিলাম। এখন ঈদ যাত্রায়ও সেই একই দৃশ্য। তবে ঘরে ফিরতে পারব এটাই আনন্দের বিষয়।’
ট্রেন বিলম্ব ছাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী-শিশুরা। সুমনা পারভিন নামের এক যাত্রী বলেন, ‘সকালের ধূমকেতু ট্রেন ধরতে সাহরি খেয়েই স্টেশনে চলে আসি। কিন্তু সকাল ৬টার ট্রেন ১ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এই গরমের মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্টেশনে বসে থাকা অনেক কষ্টের। এমনিতেই মানুষের অনেক ভিড়।’
বাংলাদেশ রেলওয়ে এর আগে জানিয়েছিল এবার ঈদে প্রতি ট্রেনেই মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে বগি যুক্ত থাকবে। কিন্তু ঈদ যাত্রার প্রথম দিনে কোনো ট্রেনেই এই বিশেষ বগির দেখা পাওয়া যায়নি।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ
ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। বুধবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল। তবে, গত চার দিনের তুলনায় গতকাল কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় কম ছিল। সেই সঙ্গে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, সার্ভার ডাউন, কম্পিউটার ধীর গতির হয়ে যাওয়াসহ নানা কারণে যাত্রীদের টিকিট দিতে ধীর গতি দেখা দিয়েছিল টিকিট বিক্রির শেষ দিনে।
গতকাল অনলাইনে টিকিট কাটতে সকালে ওয়েবসাইটে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন একাধিক যাত্রী। তবে দু-একজনকে অনলাইনে টিকিট পেতে দেখাও গেছে স্টেশনে।
রেলের তথ্য অনুযায়ী, এবার ঈদযাত্রায় প্রতিদিন ২৭ হাজার ৮৫৩টি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২ হাজার ১৫৭টি এবং কাউন্টারে ১৫ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি হয়েছে।
গতকাল কমলাপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেল মানুষের আশা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। এই ঈদেও সেটা দেখা গেছে। এবার ঈদে মানুষ ট্রেনকে প্রথম বাহন হিসেবে পছন্দ করেছে।’
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২ ঘণ্টা আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে দুর্নীতির অভিযোগে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে।
২ ঘণ্টা আগে