নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি যাওয়া আইফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ। অন্য একটি ফোন উদ্ধারে অভিযান চালাতে গিয়ে রাজধানীর আদাবর থেকে রোববার রাতে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা হয়েছে। চার হাত ঘুরে যাঁর কাছে ফোনটি ছিল, ফোনের লক খুলে সেখানে মন্ত্রীর ছবি দেখে তিনি সেটি আর বিক্রি করেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মন্ত্রীর ফোন উদ্ধারের আদ্যোপান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, ঢাকার রাস্তায় যাঁরা চলাচল করেন যানজটের কারণে যানবাহনগুলো শ্লথ গতিতে চলে। এর সুযোগ নিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। মানুষের মূল্যবান সামগ্রী সোনার গয়না, মোবাইল ছিনতাই হয়। মোবাইল ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদুর জানান, ধানমন্ডির সাত মসজিদ রোডের মাথায় ১২ জুলাই দুজন মোটরসাইকেল আরোহী এক রিকশাযাত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মো. সগির ও মো. সুমন মিয়াকে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক দুজন জানান, মো. জাকির নামে একজনের কাছে ফোনটি বিক্রি করেছেন। পরে জাকিরকে আটক করা হয়।
জাকির পুলিশকে জানান, প্রযুক্তিতে খুব দক্ষ মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফের কাছে তিনি ফোনটি বিক্রি করেছেন। পরে আরিফকে গ্রেপ্তার করে সাত মসজিদ রোড থেকে ছিনতাই হওয়া মোবাইলের সঙ্গে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপ তল্লাশি করে সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইলের ছবি দেখতে পান পুলিশ কর্মকর্তারা।
সাজ্জাদুর বলেন, ‘তখন আমরা এটা নিয়ে কাজ করি। মন্ত্রীর মোবাইলটি কোথায় আছে জানতে চাই। আরিফ পুরো তথ্য জানাতে না পারলেও একপর্যায়ে মন্ত্রীর মোবাইলের কথা স্বীকার করে একটা ঠিকানা দেন। তাঁর দেওয়া ঠিকানা থেকে মো. জীবন নামের একজনের কাছ থেকে মন্ত্রীর মোবাইল উদ্ধার করেছি। এটা আমাদের টার্গেট ছিল না, এটা আমাদের মামলা না। একটি চক্রকে ধরতে গিয়ে মন্ত্রীর ফোনটি উদ্ধার করেছি। ঢাকার চোরাই হওয়া মোবাইলের একটি বড় অংশ সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার উপযোগী করে বিক্রি করে দেন। তবে ফোনে মন্ত্রীর ছবি দেখে সেটি আর বিক্রি করেননি কেউ।’
গাড়ির জানালা খোলা থাকায় গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। এ ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলা হয়। ফোন ছিনতাইয়ের ৫০ দিন পর সেটি উদ্ধার হলো।
মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মিরপুর বিভাগ একজনকে আটক করেছে বলে তথ্য দিয়েও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাজ্জাদুর। তিনি বলেন, ‘গ্রেপ্তাররা ফোনগুলোর লক খুলে তা বিক্রি করে দেয়। এর আগে তারা যেসব মোবাইল বিক্রি করেছে, আমরা সেগুলো নিয়ে তদন্ত করছি। গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জীবন ও আরিফের কাছ থেকে পাওয়া ঠিকানাগুলোয় তল্লাশি চালিয়ে ১০টি ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চুরি যাওয়া আইফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ। অন্য একটি ফোন উদ্ধারে অভিযান চালাতে গিয়ে রাজধানীর আদাবর থেকে রোববার রাতে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা হয়েছে। চার হাত ঘুরে যাঁর কাছে ফোনটি ছিল, ফোনের লক খুলে সেখানে মন্ত্রীর ছবি দেখে তিনি সেটি আর বিক্রি করেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মন্ত্রীর ফোন উদ্ধারের আদ্যোপান্ত সাংবাদিকদের জানান। তিনি বলেন, ঢাকার রাস্তায় যাঁরা চলাচল করেন যানজটের কারণে যানবাহনগুলো শ্লথ গতিতে চলে। এর সুযোগ নিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। মানুষের মূল্যবান সামগ্রী সোনার গয়না, মোবাইল ছিনতাই হয়। মোবাইল ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজ্জাদুর জানান, ধানমন্ডির সাত মসজিদ রোডের মাথায় ১২ জুলাই দুজন মোটরসাইকেল আরোহী এক রিকশাযাত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মো. সগির ও মো. সুমন মিয়াকে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক দুজন জানান, মো. জাকির নামে একজনের কাছে ফোনটি বিক্রি করেছেন। পরে জাকিরকে আটক করা হয়।
জাকির পুলিশকে জানান, প্রযুক্তিতে খুব দক্ষ মো. হামিদ আহমেদ সোহাগ ওরফে আরিফের কাছে তিনি ফোনটি বিক্রি করেছেন। পরে আরিফকে গ্রেপ্তার করে সাত মসজিদ রোড থেকে ছিনতাই হওয়া মোবাইলের সঙ্গে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপ তল্লাশি করে সেখানে পরিকল্পনামন্ত্রীর মোবাইলের ছবি দেখতে পান পুলিশ কর্মকর্তারা।
সাজ্জাদুর বলেন, ‘তখন আমরা এটা নিয়ে কাজ করি। মন্ত্রীর মোবাইলটি কোথায় আছে জানতে চাই। আরিফ পুরো তথ্য জানাতে না পারলেও একপর্যায়ে মন্ত্রীর মোবাইলের কথা স্বীকার করে একটা ঠিকানা দেন। তাঁর দেওয়া ঠিকানা থেকে মো. জীবন নামের একজনের কাছ থেকে মন্ত্রীর মোবাইল উদ্ধার করেছি। এটা আমাদের টার্গেট ছিল না, এটা আমাদের মামলা না। একটি চক্রকে ধরতে গিয়ে মন্ত্রীর ফোনটি উদ্ধার করেছি। ঢাকার চোরাই হওয়া মোবাইলের একটি বড় অংশ সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার উপযোগী করে বিক্রি করে দেন। তবে ফোনে মন্ত্রীর ছবি দেখে সেটি আর বিক্রি করেননি কেউ।’
গাড়ির জানালা খোলা থাকায় গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। এ ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলা হয়। ফোন ছিনতাইয়ের ৫০ দিন পর সেটি উদ্ধার হলো।
মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের মিরপুর বিভাগ একজনকে আটক করেছে বলে তথ্য দিয়েও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাজ্জাদুর। তিনি বলেন, ‘গ্রেপ্তাররা ফোনগুলোর লক খুলে তা বিক্রি করে দেয়। এর আগে তারা যেসব মোবাইল বিক্রি করেছে, আমরা সেগুলো নিয়ে তদন্ত করছি। গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জীবন ও আরিফের কাছ থেকে পাওয়া ঠিকানাগুলোয় তল্লাশি চালিয়ে ১০টি ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
৫ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
৫ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
৫ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৮ ঘণ্টা আগে