Ajker Patrika

হাসিনার বিরুদ্ধে ক্রসফায়ারে ২২৭৬ জনকে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২১: ৩২
হাসিনার বিরুদ্ধে ক্রসফায়ারে ২২৭৬ জনকে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির

দুই হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুম করার ঘটনায় অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়।

যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেককে আসামি করা হয়েছে।

বিএনপির মামলা, গুম, খুন তথ্য সমন্বয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন খান এই অভিযোগপত্র জমা দেন। সঙ্গে ছিলেন ওই কমিটির অপর সদস্য আইনজীবী নুরুল ইসলাম জাহিদ।

পরে তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সালাউদ্দিন খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর যাঁরা জড়িত আছেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের আসামি করা হয়েছে। তবে বাকি আসামিদের নাম প্রকাশ করেননি তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত