অনলাইন ডেস্ক
শেখ হাসিনার শাসনামলে ছয় বছরের শিশু, গর্ভবতী নারীও গুমের শিকার হন। তাঁদের নির্জন বন্দিশালায় রেখে নির্যাতনও করা হয়। অন্তর্বর্তী সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন গুমসংক্রান্ত কমিশনের সদস্যরা। গুমের বিভিন্ন দিক নিয়ে এবং কমিশনের কাজের অগ্রগতি জানানোর সময় গুমের শিকার ভুক্তভোগীদের ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়।
কমিশন অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন দিয়েছে, সেখানেও নারী ও শিশু গুমের বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, কমিশন পুরুষ ভুক্তভোগীদের তুলনায় নারীদের গুমের ঘটনা অনেক কম শনাক্ত করেছে। এর কারণ হলো, গুমের শিকার হওয়া পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া অনেক নারী ভুক্তভোগী সামাজিক লজ্জার কারণে সামনে আসতে দ্বিধা করেন। তবু কয়েকজন সাহসী নারী তাঁদের অভিজ্ঞতা কমিশনের সঙ্গে শেয়ার করেছেন। তাঁদের অপহরণ, বন্দী অবস্থায় নির্যাতন এবং আইনি ব্যবস্থায় নিযুক্ত হওয়ার অভিজ্ঞতা অনেকাংশে পুরুষ ভুক্তভোগীদের মতোই।
প্রতিবেদনে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে, নারীকে টার্গেট করা হয়েছে তাঁদের পুরুষ আত্মীয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে। এই পুরুষেরা অপরাধমূলক কর্মকাণ্ড; বিশেষত সন্ত্রাসবাদ-সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ছিলেন। যদিও এই সন্দেহগুলো বাস্তব প্রমাণের ভিত্তিতে ছিল, নাকি মিথ্যা অভিযোগ, তা অস্পষ্ট।
নারী ভুক্তভোগী ও শিশুদের একসঙ্গে গুমের বেশ কয়েকটি প্রমাণিত ঘটনা কমিশনের নজরে এসেছে। এক গর্ভবতী নারী, যিনি তাঁর ৩ বছর ও ১৮ মাস বয়সী শিশুকে নিয়ে এক মাস বন্দী ছিলেন। পুরুষ কর্মকর্তা দ্বারা মারধরের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তিনি। এক শিশুর সাক্ষাৎকারে জানা যায়, তাঁর বয়স তখন ছয় বছর। তাঁকে ও তাঁর মাকে একটি কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে বন্দী রাখা হয়েছিল।
এই ধরনের গুমের ঘটনা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।
শেখ হাসিনার শাসনামলে ছয় বছরের শিশু, গর্ভবতী নারীও গুমের শিকার হন। তাঁদের নির্জন বন্দিশালায় রেখে নির্যাতনও করা হয়। অন্তর্বর্তী সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন গুমসংক্রান্ত কমিশনের সদস্যরা। গুমের বিভিন্ন দিক নিয়ে এবং কমিশনের কাজের অগ্রগতি জানানোর সময় গুমের শিকার ভুক্তভোগীদের ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়।
কমিশন অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন দিয়েছে, সেখানেও নারী ও শিশু গুমের বিষয়টি উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, কমিশন পুরুষ ভুক্তভোগীদের তুলনায় নারীদের গুমের ঘটনা অনেক কম শনাক্ত করেছে। এর কারণ হলো, গুমের শিকার হওয়া পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া অনেক নারী ভুক্তভোগী সামাজিক লজ্জার কারণে সামনে আসতে দ্বিধা করেন। তবু কয়েকজন সাহসী নারী তাঁদের অভিজ্ঞতা কমিশনের সঙ্গে শেয়ার করেছেন। তাঁদের অপহরণ, বন্দী অবস্থায় নির্যাতন এবং আইনি ব্যবস্থায় নিযুক্ত হওয়ার অভিজ্ঞতা অনেকাংশে পুরুষ ভুক্তভোগীদের মতোই।
প্রতিবেদনে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে, নারীকে টার্গেট করা হয়েছে তাঁদের পুরুষ আত্মীয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে। এই পুরুষেরা অপরাধমূলক কর্মকাণ্ড; বিশেষত সন্ত্রাসবাদ-সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ছিলেন। যদিও এই সন্দেহগুলো বাস্তব প্রমাণের ভিত্তিতে ছিল, নাকি মিথ্যা অভিযোগ, তা অস্পষ্ট।
নারী ভুক্তভোগী ও শিশুদের একসঙ্গে গুমের বেশ কয়েকটি প্রমাণিত ঘটনা কমিশনের নজরে এসেছে। এক গর্ভবতী নারী, যিনি তাঁর ৩ বছর ও ১৮ মাস বয়সী শিশুকে নিয়ে এক মাস বন্দী ছিলেন। পুরুষ কর্মকর্তা দ্বারা মারধরের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তিনি। এক শিশুর সাক্ষাৎকারে জানা যায়, তাঁর বয়স তখন ছয় বছর। তাঁকে ও তাঁর মাকে একটি কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে বন্দী রাখা হয়েছিল।
এই ধরনের গুমের ঘটনা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।
নরসিংদীর হাড়িদোয়া নদীর দখলদার ও দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক এবং নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এ তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নানা মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, যার বিচার আন্তর
৩ ঘণ্টা আগেপুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয় বোঝাতে চেয়েছে, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়—সেগুলো আমরা এড়িয়ে যাব। আমরা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। তবে আমরা এটা
৩ ঘণ্টা আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মঙ্গলবার দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই উদ্বেগের কথা জানান।
৫ ঘণ্টা আগে