Ajker Patrika

সড়কে ১০ প্রাণহানি

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ভগ্নিপতি-শ্যালিকা নিহত

দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আরোহী ভগ্নিপতি ও শ্যালিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলাবাজারে এ দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেন (৬২) এবং তাঁর শ্যালিকা ঢাকার বংশাল থানার নাজিরাবাজারের ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা বেগম (৬০)।

পুলিশ জানায়, কক্সবাজার যাওয়ার পথে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে থেমে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারের ছেলে তালহা বলেন, চোখে ঘুম নিয়ে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন চালক; যার ফলে দুর্ঘটনায় পতিত হন তাঁরা।

এদিকে রাজশাহীতে বাসচাপায় অটোরিকশার যাত্রী মো. ইব্রাহিম (২৭) ও মো. মারুফ (২৫), মাদারীপুরে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক বাচ্চু মিয়া ও তাঁর সহযোগী মানিক; সিরাজগঞ্জে বাস উল্টে যাত্রী সেলিম রেজা (৪৬), ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী গিয়াস উদ্দিন (৭৫), চট্টগ্রামে লরিচাপায় ভ্রাম্যমাণ হকার মো. শাহজাহান (৪৮) এবং কক্সবাজারে বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে মো. আজাদ মিয়া (১৮) নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত