কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাহিনীর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি বিষয়ের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ কথা বলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বক্তৃতায় র্যাবের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে মানবাধিকার রক্ষা অন্যতম অগ্রাধিকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এর কিছু কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি তারই প্রতিফলন।
র্যাব ও এর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, ‘এ ক্ষেত্রে আমরা বাংলাদেশের কাছ থেকে দুটি বিষয়ে নিশ্চয়তা চাচ্ছি। একটি হচ্ছে, র্যাব ও সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি। আরেকটি হলো, পুনর্গঠন, যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর সামনে না ঘটে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো কার্যক্রমের তালিকা নেই।’
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র্যাব এবং এর সাত (সাবেক ও বর্তমান) কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বারবার অনুরোধ করা হলেও জবাবদিহি নিশ্চিত করার সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া র্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব নয় বলে একাধিকবার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতীয় সম্পর্কিত খবর পড়ুন:
বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাহিনীর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দুটি বিষয়ের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ কথা বলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। বক্তৃতায় র্যাবের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে মানবাধিকার রক্ষা অন্যতম অগ্রাধিকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এর কিছু কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটি তারই প্রতিফলন।
র্যাব ও এর কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে পিটার ডি হাস বলেন, ‘এ ক্ষেত্রে আমরা বাংলাদেশের কাছ থেকে দুটি বিষয়ে নিশ্চয়তা চাচ্ছি। একটি হচ্ছে, র্যাব ও সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি। আরেকটি হলো, পুনর্গঠন, যাতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর সামনে না ঘটে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো কার্যক্রমের তালিকা নেই।’
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার’ অভিযোগে র্যাব এবং এর সাত (সাবেক ও বর্তমান) কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বারবার অনুরোধ করা হলেও জবাবদিহি নিশ্চিত করার সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া র্যাবের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব নয় বলে একাধিকবার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতীয় সম্পর্কিত খবর পড়ুন:
এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। আবার প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল
১৭ মিনিট আগেআপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
৪ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৫ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
৬ ঘণ্টা আগে