আজকের পত্রিকা ডেস্ক
রিজার্ভ কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি, আবার একই সঙ্গে রেমিট্যান্সের প্রবাহ কমায় চাপে পড়েছে দেশের অর্থনীতি। তারপরও সরকার কিছু পদক্ষেপ নেওয়ায় বড় কোনো বিপদে পড়বে না বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক বন্ড ক্রেডিট রেটিং কোম্পানি ‘মুডিস ইনভেস্টরস সার্ভিস’ দেশের অর্থনীতি নিয়ে এমন অভয় দিয়েছে। মুডিসের সিঙ্গাপুর কার্যালয়ের সার্বভৌম বন্ড বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এর কারণে বৈদেশিক ঋণ পরিশোধ করতে না পেরে দেশটির দেউলিয়া হওয়ার ঝুঁকি কম।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ জুলাই পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে ১৩ শতাংশ কমে ৩ হাজার ৯৬৭ কোটি ডলারে নেমে এসেছে। এক বছর আগে তা ছিল ৪ হাজার ৫৫১ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত দ্রুত কমে যাওয়া দেশের অর্থনীতি চাপে পড়ার ইঙ্গিত দেয়।
দেশের অর্থনীতির আকার প্রায় ৪১ হাজার ৬০০ কোটি ডলার। ইউক্রেন যুদ্ধ শুরুর আগপর্যন্ত এটা ছিল বিশ্বের অন্যতম দ্রুত বাড়ন্ত অর্থনীতিগুলোর একটি। যুদ্ধ শুরুর পর উন্নত বিশ্বের মতো দেশেও জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা ধরনের সংকট বাড়তে থাকে। এ অবস্থায় সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এসব পদক্ষেপের মধ্যে আমদানিতে কড়াকড়ি, এলাকাভিত্তিক লোডশেডিং অন্যতম। তবে এতে করে চলমান সংকটের প্রকৃত সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে গত রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানও সম্প্রতি সংস্থাটির কাছে ঋণ চেয়েছে। বাড়ন্ত অর্থনৈতিক চাপ ও জলবায়ু সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ঋণ চাওয়া হয়েছে বলে গত বুধবার মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রিজার্ভ কমে যাওয়ার বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি, আবার একই সঙ্গে রেমিট্যান্সের প্রবাহ কমায় চাপে পড়েছে দেশের অর্থনীতি। তারপরও সরকার কিছু পদক্ষেপ নেওয়ায় বড় কোনো বিপদে পড়বে না বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক বন্ড ক্রেডিট রেটিং কোম্পানি ‘মুডিস ইনভেস্টরস সার্ভিস’ দেশের অর্থনীতি নিয়ে এমন অভয় দিয়েছে। মুডিসের সিঙ্গাপুর কার্যালয়ের সার্বভৌম বন্ড বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে এর কারণে বৈদেশিক ঋণ পরিশোধ করতে না পেরে দেশটির দেউলিয়া হওয়ার ঝুঁকি কম।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ জুলাই পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে ১৩ শতাংশ কমে ৩ হাজার ৯৬৭ কোটি ডলারে নেমে এসেছে। এক বছর আগে তা ছিল ৪ হাজার ৫৫১ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত দ্রুত কমে যাওয়া দেশের অর্থনীতি চাপে পড়ার ইঙ্গিত দেয়।
দেশের অর্থনীতির আকার প্রায় ৪১ হাজার ৬০০ কোটি ডলার। ইউক্রেন যুদ্ধ শুরুর আগপর্যন্ত এটা ছিল বিশ্বের অন্যতম দ্রুত বাড়ন্ত অর্থনীতিগুলোর একটি। যুদ্ধ শুরুর পর উন্নত বিশ্বের মতো দেশেও জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা ধরনের সংকট বাড়তে থাকে। এ অবস্থায় সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এসব পদক্ষেপের মধ্যে আমদানিতে কড়াকড়ি, এলাকাভিত্তিক লোডশেডিং অন্যতম। তবে এতে করে চলমান সংকটের প্রকৃত সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে গত রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানও সম্প্রতি সংস্থাটির কাছে ঋণ চেয়েছে। বাড়ন্ত অর্থনৈতিক চাপ ও জলবায়ু সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ঋণ চাওয়া হয়েছে বলে গত বুধবার মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৪ মিনিট আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
১ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে