নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
রূপালী ব্যাংকের প্রায় ৪৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডলি কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার..
১৩ মিনিট আগেবাংলাদেশ থেকে কর্মী হিসেবে ইতালি যাওয়ার জন্য যেসব নাগরিক ঢাকায় দেশটির দূতাবাসে ভিসার আবেদন করেছেন, তাঁদের অনেকে জাল নথিপত্র জমা দেওয়ায় ভিসাপ্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। তবে যাঁরা বৈধ কাগজপত্রে দেশটিতে কর্মী হিসেবে যেতে চান, তাঁদের ভিসাপ্রক্রিয়া দ্রুততর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়
১ ঘণ্টা আগেআফসার গ্রুপের চেয়ারম্যান সোমা নাসরিন ও রংধনু গ্রুপের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে রাজশাহী রেঞ্জের পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে