নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
সরকারি কর্মচারী, পেনশনভোগী কর্মচারী এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা (প্রণোদনা) চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সরকারের অর্থ বিভাগ আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সব ব্যক্তি এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা ও পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। এ ছাড়া অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন।
পেনশন গ্রহণকারী ব্যক্তিরা নিট পেনশনের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে তা ৫০০ টাকার কম হবে না। অবসর গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা মোট পেনশনের ১০০ শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক তুলে নিয়েছেন, তাঁরা এই বিশেষ সুবিধা পাবেন না।
চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক পদের মূল বেতনের ভিত্তিতে যেকোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।
সাময়িক বরখাস্ত ব্যক্তিরা বরখাস্ত হওয়ার তারিখের ঠিক আগের মূল বেতনের ৫০ শতাংশের ওপর পাঁচ শতাংশ হারে বিশেষ আর্থিক সুবিধা পাবেন। তবে যাঁরা বিনা বেতনে ছুটিতে আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।
স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারের রাজস্ব থেকে পরিচালিত হয় না, এমন প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব বাজেট থেকে এ ব্যয় মেটাতে হবে।
চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাসের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয় সরকার।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৬ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৮ ঘণ্টা আগে