Ajker Patrika

বৃহস্পতিবার থেকে ৩৮ জোড়া আন্তনগর, ১৯ জোড়া কমিউটার ট্রেন চলবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫: ১০
বৃহস্পতিবার থেকে ৩৮ জোড়া আন্তনগর, ১৯ জোড়া কমিউটার ট্রেন চলবে 

চলমান কঠোর লকডাউন আট দিনের জন্য শিথিল করেছে সরকার। ফলে আগামী ১৫ জুলাই থেকে সারা দেশে যাত্রী পরিবহনের জন্য ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হবে। তবে কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না। ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে। 

আজ বিকেল থেকে অনলাইনে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে। ৫ দিন আগে অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের ট্রেনের যাত্রা করার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পরে স্টেশনে প্রবেশ করতে হবে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে। 

৩৮ জোড়া আন্তনগর ট্রেন-

সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস। 

১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন- 

ঢাকা-চট্টগ্রাম কমিউটার, কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, সুরমা মেইল, তিতাস কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা কমিউটার, মহুয়া কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউনিটি, কলেজ ট্রেন। 

এ ছাড়া আগামী ১৭ জুলাই থেকে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জামালপুরে রুটে।   

করোনার সংক্রমণ বাড়ার কারণে পয়লা জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহনে পণ্যবাহী ট্রেন ও আম পরিবহনের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত