নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর), সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আনারুল আশরাফ ও সাদেক খানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা পৃথকভাবে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়ে তার অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
মহিউদ্দিন খান আলমগীর
মহিউদ্দিন খান আলমগীরের আবেদনে বলা হয়েছে, তিনি সাবেক দ্যা ফার্মার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) চেয়ারম্যান থাকা অবস্থায় মানি লন্ডারিংয়ের মাধ্যমে জামালপুর শাখা থেকে ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যেকোনো সময়ে দেশ ত্যাগ করতে পারেন। এজন্য তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
মন্নুজানসহ চারজন
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ চারজনের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যরা হলেন মন্নুজানের ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিন।
এদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদনে বলা হয়েছে, মন্নুজানসহ অন্যরা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ দুদক অনুসন্ধান করছে। তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
সাদেক খান ও তার স্ত্রী
ঢাকার সাবেক সংসদ সদস্য খান ও তার স্ত্রী ফেরদৌসী খানের নিষেধাজ্ঞার আবেদন বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা অনুসন্ধান চলছে। তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এ কারণে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী
নরসিংদীর সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী আফরোজা সুলতানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তারা। তারাও যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
ছাগল কান্ডের মতিউর ও তার স্ত্রী সন্তান
ছাগল কাণ্ডের মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে ৬০ দিনের জন্য তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়াদ শেষ হয় তাদের দেশ ত্যাগে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এননটেক্স গ্রুপের চার মালিক
এননটেক্স গ্রুপের চার মালিক মোহাম্মদ ইউনুছ, কাজী মো. মোস্তফা সারোয়ার, মো. আব্দুল্লাহ সিদ্দিক ও মো. কবির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের আবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী মিনা বিশ্বাসের তদন্ত চলছে দুদকে। তাই দুদক তাদের পালানো ঠেকাতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
রিয়াজ উদ্দিন
মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজধানীর লালবাগের জি এন সাহা রোডের বাসিন্দা। সোনালী ব্যাংকের অনুকূলে ডিক্রীপ্রাপ্ত জমি নিজ নামে দেখিয়ে ভূমি অধিগ্রহণের বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে তার বিরুদ্ধে। এই কারণে তার বিদেশ গমনে রোহিত করার আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করেন।
সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর), সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য আনারুল আশরাফ ও সাদেক খানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা পৃথকভাবে এই আবেদন করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়ে তার অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
মহিউদ্দিন খান আলমগীর
মহিউদ্দিন খান আলমগীরের আবেদনে বলা হয়েছে, তিনি সাবেক দ্যা ফার্মার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) চেয়ারম্যান থাকা অবস্থায় মানি লন্ডারিংয়ের মাধ্যমে জামালপুর শাখা থেকে ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যেকোনো সময়ে দেশ ত্যাগ করতে পারেন। এজন্য তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
মন্নুজানসহ চারজন
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ চারজনের দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যরা হলেন মন্নুজানের ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিন।
এদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদনে বলা হয়েছে, মন্নুজানসহ অন্যরা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ দুদক অনুসন্ধান করছে। তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
সাদেক খান ও তার স্ত্রী
ঢাকার সাবেক সংসদ সদস্য খান ও তার স্ত্রী ফেরদৌসী খানের নিষেধাজ্ঞার আবেদন বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে তারা অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা অনুসন্ধান চলছে। তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এ কারণে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী
নরসিংদীর সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ ও তার স্ত্রী আফরোজা সুলতানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তারা। তারাও যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
ছাগল কান্ডের মতিউর ও তার স্ত্রী সন্তান
ছাগল কাণ্ডের মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে ৬০ দিনের জন্য তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়াদ শেষ হয় তাদের দেশ ত্যাগে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এননটেক্স গ্রুপের চার মালিক
এননটেক্স গ্রুপের চার মালিক মোহাম্মদ ইউনুছ, কাজী মো. মোস্তফা সারোয়ার, মো. আব্দুল্লাহ সিদ্দিক ও মো. কবির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের আবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সাব রেজিস্টার নিরোধ বরুণ বিশ্বাস ও তার স্ত্রী মিনা বিশ্বাসের তদন্ত চলছে দুদকে। তাই দুদক তাদের পালানো ঠেকাতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
রিয়াজ উদ্দিন
মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাজধানীর লালবাগের জি এন সাহা রোডের বাসিন্দা। সোনালী ব্যাংকের অনুকূলে ডিক্রীপ্রাপ্ত জমি নিজ নামে দেখিয়ে ভূমি অধিগ্রহণের বিপুল পরিমাণ সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে তার বিরুদ্ধে। এই কারণে তার বিদেশ গমনে রোহিত করার আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করেন।
সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এসব মিছিলের ঘটনায় করা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনা চলছে; যাতে গ্রেপ্তার ব্যক্তিরা দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সংগঠিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারেন
৫ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। আজ সোমবার বেলা ৩টায় ঢাকায় এটিইউ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে নয়, বরং আমাদের ৩২ লাখের বেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবেও এটি বাংলাদেশিদের হৃদয়ের গভীরে আসীন রয়েছে।
৮ ঘণ্টা আগে