নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব কেন্দ্রে শুরু হচ্ছে চীনের সিনোফার্ম টিকার প্রথম ডোজ প্রয়োগের কর্মসূচি। একই দিনে শুধু রাজধানীতে শুরু হচ্ছে ফাইজারের প্রথম ডোজের টিকাদান।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
গত ১৯ জুন থেকে রাজধানীর ৪৮টি কেন্দ্রে এরই মধ্যে টিকার প্রয়োগ চলেছে। তবে বর্তমানে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
শামসুল হক বলেন, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে দেওয়া হবে সিনোফার্মার টিকা। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম।
তিনি বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একই সঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন এবং অন্যান্য অগ্রাধিকার তালিকাভুক্তরা টিকা নিতে পারবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি, তাঁরাও টিকা নিতে পারবেন।
পরিবহন প্রক্রিয়া জটিল হওয়ায় ঢাকার সাত কেন্দ্র-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসের গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রবাসী শ্রমিকরা যারা এই টিকা ছাড়া বিদেশে যেতে পারছে না, তাঁরাই শুধু এই মুহূর্তে ফাইজারের টিকা নিতে পারবেন। জনশক্তি ব্যুরো থেকে দেওয়া তালিকা অনুযায়ী দেওয়া হবে এই টিকা।
গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিষয়ক কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের এই টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলক দেওয়া হয় এই টিকা।
এর আগে দেশে টিকা প্রয়োগ শুরুর পর অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের টিকা পেতে দাবি জানিয়ে আসছিল প্রবাসীরা। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়া সিদ্ধান্ত নেয়।
ফের চালু হয়েছে সুরক্ষা অ্যাপ
অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকা পাওয়ার যোগ্য তাঁদের জন্য আজ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন এসএমএস আসবে, তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। এ ক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যাবেন।
ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব কেন্দ্রে শুরু হচ্ছে চীনের সিনোফার্ম টিকার প্রথম ডোজ প্রয়োগের কর্মসূচি। একই দিনে শুধু রাজধানীতে শুরু হচ্ছে ফাইজারের প্রথম ডোজের টিকাদান।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
গত ১৯ জুন থেকে রাজধানীর ৪৮টি কেন্দ্রে এরই মধ্যে টিকার প্রয়োগ চলেছে। তবে বর্তমানে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
শামসুল হক বলেন, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে দেওয়া হবে সিনোফার্মার টিকা। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম।
তিনি বলেন, অগ্রাধিকার তালিকায় যারা আছেন, বিশেষ করে আমাদের মেডিকেল, নার্সিং ও ম্যাটস শিক্ষার্থীরা টিকা পাবেন। একই সঙ্গে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনীর লোকজন এবং অন্যান্য অগ্রাধিকার তালিকাভুক্তরা টিকা নিতে পারবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু টিকা নিতে পারেননি, তাঁরাও টিকা নিতে পারবেন।
পরিবহন প্রক্রিয়া জটিল হওয়ায় ঢাকার সাত কেন্দ্র-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসের গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রবাসী শ্রমিকরা যারা এই টিকা ছাড়া বিদেশে যেতে পারছে না, তাঁরাই শুধু এই মুহূর্তে ফাইজারের টিকা নিতে পারবেন। জনশক্তি ব্যুরো থেকে দেওয়া তালিকা অনুযায়ী দেওয়া হবে এই টিকা।
গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিষয়ক কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের এই টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলক দেওয়া হয় এই টিকা।
এর আগে দেশে টিকা প্রয়োগ শুরুর পর অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের টিকা পেতে দাবি জানিয়ে আসছিল প্রবাসীরা। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়া সিদ্ধান্ত নেয়।
ফের চালু হয়েছে সুরক্ষা অ্যাপ
অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকা পাওয়ার যোগ্য তাঁদের জন্য আজ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন এসএমএস আসবে, তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। এ ক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যাবেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১০ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৪ ঘণ্টা আগে