Ajker Patrika

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১০
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় বাংলাদেশের ছয় নাগরিক মারা গেছেন। আরও কয়েকজন বাংলাদেশি নাগরিকের নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার দারনা শহরে ছয় বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজবাড়ির শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শিহাব। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ ছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজের আশঙ্কা করা যাচ্ছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, ঘূর্ণিঝড় দানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধ ধসে বন্যায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বর্তমানে হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। 

দারনা শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাস স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানো ও জানার জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল: +২১৮৯১৮৫৮০৯৮৯) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত