Ajker Patrika

আসামিদের ডান্ডাবেড়ি পরানোর নীতিমালা ঠিক করতে হাইকোর্টে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৩
আসামিদের ডান্ডাবেড়ি পরানোর নীতিমালা ঠিক করতে হাইকোর্টে রুল

গ্রেপ্তারকৃত আসামিদের ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে নীতিমালা করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জানাজার নামাজে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না ও তাদেরকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি এবং শরিয়তপুর থানার ওসিসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের জনস্বার্থে করা রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই রুল জারি করেন। 

এর আগে গাজীপুর ও শরীয়তপুরে বিএনপির দুই নেতাকে কারাগার থেকে স্বজনদের জানাজায় ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করার ঘটনায় রিট আবেদন করেন কায়সার কামাল। সোমবার রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আড়ও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত