নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০২২ সালের মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ। নির্মাণকাজ শেষে পাতালরেলে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৬ সালে। বৃহস্পতিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, এরই মধ্যে এ প্রকল্পের প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। প্রকল্পের ডিজাইনের কাজ ৭৩ শতাংশ শেষ। ১২টি প্যাকেজের মাধ্যমে মেট্রোরেল-১ নম্বর লাইনের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ৬ মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপোর কাজ শুরু করা হবে।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, এই লাইনটি দুটি অংশে বিভক্ত, প্রথম অংশটি পুরোপুরি পাতালপথে, অন্যটি উড়ালপথ। ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত নির্মাণ করা হবে উড়ালপথ, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬ কিলোমিটার। এই রুটের পাতাল ও উড়ালপথে মোট ২১টি স্টেশন থাকবে। প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এ রুটে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২০ মিনিট।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, ঢাকায় পাতালরেলের জন্য ২৫টি ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে ৷ একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল-৬ দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আগামী বছর জুনের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে মেট্রো কোচগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই প্রকল্পে সার্বিক অগ্রগতি হয়েছে ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজ হয়েছে সবচেয়ে বেশি, ৮৫ দশমিক ৭৪ শতাংশ।
ঢাকা: ২০২২ সালের মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ। নির্মাণকাজ শেষে পাতালরেলে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৬ সালে। বৃহস্পতিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, এরই মধ্যে এ প্রকল্পের প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। প্রকল্পের ডিজাইনের কাজ ৭৩ শতাংশ শেষ। ১২টি প্যাকেজের মাধ্যমে মেট্রোরেল-১ নম্বর লাইনের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ৬ মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপোর কাজ শুরু করা হবে।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, এই লাইনটি দুটি অংশে বিভক্ত, প্রথম অংশটি পুরোপুরি পাতালপথে, অন্যটি উড়ালপথ। ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত নির্মাণ করা হবে উড়ালপথ, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬ কিলোমিটার। এই রুটের পাতাল ও উড়ালপথে মোট ২১টি স্টেশন থাকবে। প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এ রুটে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২০ মিনিট।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, ঢাকায় পাতালরেলের জন্য ২৫টি ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে ৷ একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল-৬ দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আগামী বছর জুনের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে মেট্রো কোচগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই প্রকল্পে সার্বিক অগ্রগতি হয়েছে ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজ হয়েছে সবচেয়ে বেশি, ৮৫ দশমিক ৭৪ শতাংশ।
সরকারি প্রকল্পের পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হওয়া পর্যন্ত সময়ে নানা ধাপে অনিয়ম-দুর্নীতি ও সমন্বয়হীনতার অভিযোগ নতুন নয়। এতে অধিকাংশ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে কালক্ষেপণ হয়, বেড়ে যায় প্রকল্পের ব্যয়। এই অবস্থা থেকে উত্তরণে প্রকল্প পরিকল্পনা, অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সমস্যা...
১২ ঘণ্টা আগেদরপত্রের জটিলতার সুরাহা না হওয়ায় দেশে সরকারিভাবে বিতরণের জন্মনিয়ন্ত্রণের উপকরণের সংকট প্রকট হয়েছে। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে, তাদের কাছে জন্মনিয়ন্ত্রণের উপকরণের মাত্র তিন মাসের মজুত আছে।
১২ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের নামে মামলা করেছে দুদক। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে দেওয়া সরকারি কর্মচারীদের বিভিন্ন অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাবের পর অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা অনুদানের হার পুনর্নির্ধারণ করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে।
১৭ ঘণ্টা আগে