নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রায় ৬০ শতাংশ যানবাহন–চালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এর মধ্যে ৬৬ শতাংশের রয়েছে চোখের সমস্যা। সেই হিসাবে দেশের যানবাহন–চালকদের ৩৯ শতাংশের চোখের সমস্যা রয়েছে। ফলে চালকদের চোখ নিয়মিত পরীক্ষা করালে প্রতিবছর সড়কে বহু প্রাণহানি ঠেকানো সম্ভব।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আয়োজনে বাস-ট্রাকচালকদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্য ও চোখের পরীক্ষা কার্যক্রম আজ মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে রাজধানীর পাঁচটি টার্মিনালে ১ হাজার চালককে সেবা দেওয়া হবে। তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ১ হাজার বাস ও ট্রাকচালকের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শুরু হয়েছে, যা ভবিষ্যতে সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, চালকদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা জরুরি, কারণ, তাঁদের মানসিক ও শারীরিক চাপ বেশি। যাঁদের চোখে সমস্যা পাওয়া যাবে, তাঁদের চশমা দেওয়া হবে। এই কর্মসূচিতে রক্তচাপ, সুগার, চোখের পাওয়ার, গ্লুকোমা, নাইট ভিশনসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলো এতে সহায়তা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, লাইসেন্স ও নবায়নপ্রক্রিয়ায় চোখের পরীক্ষা প্রতিষ্ঠানগতভাবে যুক্ত করা জরুরি। তিনি জানান, চালকদের জন্য চক্ষু ছাড়াও ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর জানান, গণপরিবহন–চালকদের মধ্যে দৃষ্টিশক্তির সমস্যা একটি সাধারণ বিষয়। চালকদের লাইসেন্স দেওয়া ও নবায়নের আগে চক্ষু পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন এবং সব চালককে এই স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক হওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ (অতিরিক্ত সচিব) আরও অনেকে।
দেশের প্রায় ৬০ শতাংশ যানবাহন–চালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এর মধ্যে ৬৬ শতাংশের রয়েছে চোখের সমস্যা। সেই হিসাবে দেশের যানবাহন–চালকদের ৩৯ শতাংশের চোখের সমস্যা রয়েছে। ফলে চালকদের চোখ নিয়মিত পরীক্ষা করালে প্রতিবছর সড়কে বহু প্রাণহানি ঠেকানো সম্ভব।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আয়োজনে বাস-ট্রাকচালকদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্য ও চোখের পরীক্ষা কার্যক্রম আজ মঙ্গলবার (২৯ জুলাই) শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে রাজধানীর পাঁচটি টার্মিনালে ১ হাজার চালককে সেবা দেওয়া হবে। তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ১ হাজার বাস ও ট্রাকচালকের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শুরু হয়েছে, যা ভবিষ্যতে সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, চালকদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা জরুরি, কারণ, তাঁদের মানসিক ও শারীরিক চাপ বেশি। যাঁদের চোখে সমস্যা পাওয়া যাবে, তাঁদের চশমা দেওয়া হবে। এই কর্মসূচিতে রক্তচাপ, সুগার, চোখের পাওয়ার, গ্লুকোমা, নাইট ভিশনসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলো এতে সহায়তা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, লাইসেন্স ও নবায়নপ্রক্রিয়ায় চোখের পরীক্ষা প্রতিষ্ঠানগতভাবে যুক্ত করা জরুরি। তিনি জানান, চালকদের জন্য চক্ষু ছাড়াও ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর জানান, গণপরিবহন–চালকদের মধ্যে দৃষ্টিশক্তির সমস্যা একটি সাধারণ বিষয়। চালকদের লাইসেন্স দেওয়া ও নবায়নের আগে চক্ষু পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন এবং সব চালককে এই স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি সতর্ক হওয়ার অনুরোধ জানান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ (অতিরিক্ত সচিব) আরও অনেকে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তাঁর নিজের নামে রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। এর পর থেকে আর চিকিৎসা হয়নি। তাঁকে অন্য হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। তারা চেয়েছিল, পা কেটে কারাগারে নিয়ে যেতে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ রেলপথে সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর
২ ঘণ্টা আগে