নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রস্তাবিত অর্থবছরে কৃষিতে ভর্তুকি কমানোয় ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমাল, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এই বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয়, এর মধ্যে ৫ শতাধিক হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমাল, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না।’ গত বছর যেটা ছিল, সেটিই যেন থাকে সেই দাবি জানান তিনি।
ভিজিএফে এক হাজার কোটি টাকা বরাদ্দে দাবিও জানান জাহেদী।
বাজেটের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না বলে উল্লেখ করে সরকারদলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম বলেন, ‘সরকারি ক্রয়নীতি তথা পিপিআরের সংশোধনের সময় আবার এসে গেছে। এটাকে যথাযথভাবে সংশোধন করে যথাযথভাবে সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান করছি।’
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ সমস্যা সমাধানে থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন তিনি। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক শূন্যতায় ভুগছে। প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য আছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধান বাতিল করে যুগ উপযোগী ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়।
আওয়ামী লীগের দুর্দিনের নেতা–কর্মী ও ইতিহাস সংরক্ষণের জন্য আলাদা কমিশন গঠনের প্রস্তাব করেন আলাউদ্দিন আহম্মদ চৌধুরী। তিনি ১৯৭৫-৮১, ১৯৮১ থেকে ১৯৯৬, ২০০১-০৬ এবং ২০০৭ থেকে ২০০৮ এই চারটি পর্যায়ের আন্দোলন-সংগ্রামের গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করেন। এই চার পর্যায়ে যারা নিহত হয়েছেন তাঁদের অফিশিয়ালি শহীদের মর্যাদা দেওয়ার দাবি করেন। মাসে অন্তত দুই দিন করে আওয়ামী লীগের দুর্দিনের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থার আহ্বান জানান।
প্রস্তাবিত অর্থবছরে কৃষিতে ভর্তুকি কমানোয় ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমাল, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এই বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয়, এর মধ্যে ৫ শতাধিক হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমাল, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না।’ গত বছর যেটা ছিল, সেটিই যেন থাকে সেই দাবি জানান তিনি।
ভিজিএফে এক হাজার কোটি টাকা বরাদ্দে দাবিও জানান জাহেদী।
বাজেটের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না বলে উল্লেখ করে সরকারদলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম বলেন, ‘সরকারি ক্রয়নীতি তথা পিপিআরের সংশোধনের সময় আবার এসে গেছে। এটাকে যথাযথভাবে সংশোধন করে যথাযথভাবে সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান করছি।’
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ সমস্যা সমাধানে থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন তিনি। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক শূন্যতায় ভুগছে। প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য আছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধান বাতিল করে যুগ উপযোগী ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়।
আওয়ামী লীগের দুর্দিনের নেতা–কর্মী ও ইতিহাস সংরক্ষণের জন্য আলাদা কমিশন গঠনের প্রস্তাব করেন আলাউদ্দিন আহম্মদ চৌধুরী। তিনি ১৯৭৫-৮১, ১৯৮১ থেকে ১৯৯৬, ২০০১-০৬ এবং ২০০৭ থেকে ২০০৮ এই চারটি পর্যায়ের আন্দোলন-সংগ্রামের গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করেন। এই চার পর্যায়ে যারা নিহত হয়েছেন তাঁদের অফিশিয়ালি শহীদের মর্যাদা দেওয়ার দাবি করেন। মাসে অন্তত দুই দিন করে আওয়ামী লীগের দুর্দিনের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থার আহ্বান জানান।
বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশ ক্যাডারে কাউকে সুপারিশ করার আগেই তাঁর বৈবাহিক, শারীরিক ও অন্যান্য বিষয়াদি খতিয়ে দেখা দরকার।
১৬ মিনিট আগে‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
৪৩ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগে