কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাতে জাপান রওনা হবেন। এই সফরে দেশটির কাছে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চাইবে সরকার। এর বাইরে বিভিন্ন খাতে মোট সাতটি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানায়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা আগামী বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তিনি পরদিন শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম বলেন, ১০০ ডলার চাওয়া হয়েছে। জাপান কত দেবে, সে বিষয়টি এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার পর বলা যেতে পারে।
মহাপরিচালক জানান, জাপান কেয়ারগিভার, হসপিটালিটিসহ ১৬টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা ভাষা ও বিশেষায়িত প্রশিক্ষণ দেবে।
বাংলাদেশ থেকে অদূর ভবিষ্যতে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ের ওপর একটি সেমিনারে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। জাপান কর্মক্ষম মানুষের চাহিদা বিদেশ থেকে পূরণ করছে। এ বিষয়ে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিএমইটির সমঝোতা হতে পারে। জাপানের কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা ও বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশে কাজ করবে।
মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, লাউস ও পালাউয়ের রাষ্ট্রপতি, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকদের এ সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের ব্যবসায়ীদের জন্য আয়োজিত একটি সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সোকা ইউনিভার্সিটি অব জাপান তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো এসো আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টা শনিবার সকালে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাতে জাপান রওনা হবেন। এই সফরে দেশটির কাছে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চাইবে সরকার। এর বাইরে বিভিন্ন খাতে মোট সাতটি সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানায়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টা আগামী বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তিনি পরদিন শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে তাঁর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
রুহুল আলম সিদ্দিকী বলেন, প্রধান উপদেষ্টার সফরে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম বলেন, ১০০ ডলার চাওয়া হয়েছে। জাপান কত দেবে, সে বিষয়টি এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার পর বলা যেতে পারে।
মহাপরিচালক জানান, জাপান কেয়ারগিভার, হসপিটালিটিসহ ১৬টি খাতে বাংলাদেশ থেকে দক্ষ লোক নিতে আগ্রহী। এ বিষয়ে তারা ভাষা ও বিশেষায়িত প্রশিক্ষণ দেবে।
বাংলাদেশ থেকে অদূর ভবিষ্যতে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ের ওপর একটি সেমিনারে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। জাপান কর্মক্ষম মানুষের চাহিদা বিদেশ থেকে পূরণ করছে। এ বিষয়ে জাপানের দুটি বেসরকারি কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিএমইটির সমঝোতা হতে পারে। জাপানের কোম্পানি দুটি জাপানের ভাষা শিক্ষা ও বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশে কাজ করবে।
মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার নিক্কি ফোরামের আয়োজনে ফিউচার ফর এশিয়াবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, লাউস ও পালাউয়ের রাষ্ট্রপতি, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকদের এ সম্মেলনে যোগদানের কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের ব্যবসায়ীদের জন্য আয়োজিত একটি সেমিনারসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সোকা ইউনিভার্সিটি অব জাপান তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।
জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো এসো আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টা শনিবার সকালে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
১ ঘণ্টা আগেদুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদের হজে না নেওয়ার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেন তিনি।
১ ঘণ্টা আগেআদেশে বলা হয়, সাদা পাথর অপসারণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কমিটি করে আদালতে প্রতিবেদন দিতে হবে। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে রাখতে হবে। পাশাপাশি সাদা পাথরের ওই এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম গঠন করতে হবে।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর সন্দেহজনক আচরণ...
৩ ঘণ্টা আগে