Ajker Patrika

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ভোটের আগে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করবে না সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮: ৪৫
সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ভোটের আগে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ করবে না সরকার

নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাসড়কে ভটভটি, নছিমন ও করিমনের মতো দুর্ঘটনাপ্রবণ যান চলাচল বন্ধের দিকে যাবে না সরকার। বর্তমান সরকার আবারও ক্ষমতায় এলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তবে এসব যান চলাচল বন্ধের নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের।

২০২২ সালের ৪ এপ্রিল দেশের মহাসড়কে ব্যাটারিচালিত থ্রি-হুইলার ইজিবাইক চলাচল থেকে বিরত রাখতে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনো বন্ধ হয়নি।

আজ রোববার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নির্বাচনের আগে এসব যান বন্ধের দিকে যাবে না সরকার। কমিটির ১৯তম বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজ অনুষ্ঠিত ২০তম বৈঠকে ওই আলোচনার বিষয়টি কার্যবিবরণী আকারে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ১৯তম বৈঠকে কমিটির সদস্য ও সরকারদলীয় সংসদ সদস্য আবু জাহিদ আগের বৈঠকে নছিমন-করিমন বন্ধের প্রসঙ্গটি তোলেন। তিনি মহাসড়কে নছিমন, করিমন ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধের জন্য জেলা প্রশাসক ও পুলিশ বিভাগের অংশগ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কায় জনপ্রতিনিধিরাই চান না নছিমন-করিমন চলাচল বন্ধ হোক। সবার সহযোগিতা পেলে এবং দল ক্ষমতায় আসলে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি আলোচনার এজেন্ডায় ছিল না। অনির্ধারিত আলোচনার অংশ হিসেবে উঠেছিল। বৈঠকে এ বিষয়ে কোনো সুপারিশ আসেনি।

এর আগে সংসদীয় কমিটি একাধিকবার মহাসড়ক থেকে এসব যান বন্ধের সুপারিশ করেছিল কমিটি। সর্বশেষ গত বছর ২৮ অক্টোবর অনুষ্ঠিত কমিটির বৈঠকে যানজট ও দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল ও নছিমন-করিমন বন্ধের সুপারিশ করে কমিটি। 

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন ও রাবেয়া আলীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ