অব্যাহত বৃষ্টি এবং উজান থেকে নামা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ওই চার জেলার বিভিন্ন অঞ্চল এরই মধ্যে ডুবে গেছে। এ ছাড়া কয়েকটি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে স্রোতে নিখোঁজ শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সিলেটসহ চার জেলায় বন্যার শঙ্কা
দিনভর মুষলধারে বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া টানা বর্ষণে জেলার সব নদীর পানিও বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। এটি কাটতে সময় লাগতে পারে। আগামী তিন দিন এ রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, শুক্রবার সকাল থেকে সুরমা নদীর দুটি পয়েন্ট, কুশিয়ারা নদীর চারটি পয়েন্ট, লোভা নদীর একটি পয়েন্ট, ডাউকি নদীর একটি ও সারি-গোয়াইন নদীর একটি পয়েন্টে পানি বাড়ছে।
এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। ওসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে কোম্পানীগঞ্জের সাদা পাথর, গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং ও বিছনাকান্দি প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের অংশবিশেষ পানিতে তলিয়ে গেছে।
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সব কটি নদ-নদী ও ছড়ায় বেড়েছে পানি। জেলার জুড়ী নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, মনু ও ধলাই, লাঘাটায়ও পানি বেড়েছে। বৃষ্টি থাকলে অব্যাহত বন্যার শঙ্কা রয়েছে। এ ছাড়া বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা তৈরি রয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদের বাঁধে আবার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে বাঁধে এই ধস নামায় চরম আতঙ্কে রয়েছে বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরও একই এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল।
এ ছাড়া সুনামগঞ্জে গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হলেও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এতে জেলার দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা ও চিলাই, ছাতক উপজেলার চেলা ও পিয়াইন, মধ্যনগর উপজেলার সোমেশ্বরী, তাহিরপুর উপজেলার যাদুকাটা, মাহারাম, বৌলাই, রক্তি ও পাটলাই এবং বিশ্বম্ভরপুর উপজেলার মরা যাদুকাটা নদীতে তীব্র বেগে নামছে পাহাড়ি ঢল। অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঢলে পানি নামার তীব্রতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। পানির চাপে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের পাশের একটি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে।
নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তড়িৎ দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।
একই দিনে লক্ষ্মীছড়ি উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ তরুণী উক্রাচিং মারমার (১৯) লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতে নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাদের লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়ার প্রবাসী মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)।
শেরপুরে কমছে নদ-নদীর পানি
গত শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার চারটি পাহাড়ি নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]
অব্যাহত বৃষ্টি এবং উজান থেকে নামা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ওই চার জেলার বিভিন্ন অঞ্চল এরই মধ্যে ডুবে গেছে। এ ছাড়া কয়েকটি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে স্রোতে নিখোঁজ শিশুসহ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সিলেটসহ চার জেলায় বন্যার শঙ্কা
দিনভর মুষলধারে বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া টানা বর্ষণে জেলার সব নদীর পানিও বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। এটি কাটতে সময় লাগতে পারে। আগামী তিন দিন এ রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, শুক্রবার সকাল থেকে সুরমা নদীর দুটি পয়েন্ট, কুশিয়ারা নদীর চারটি পয়েন্ট, লোভা নদীর একটি পয়েন্ট, ডাউকি নদীর একটি ও সারি-গোয়াইন নদীর একটি পয়েন্টে পানি বাড়ছে।
এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। ওসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে কোম্পানীগঞ্জের সাদা পাথর, গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলং ও বিছনাকান্দি প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের অংশবিশেষ পানিতে তলিয়ে গেছে।
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সব কটি নদ-নদী ও ছড়ায় বেড়েছে পানি। জেলার জুড়ী নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, মনু ও ধলাই, লাঘাটায়ও পানি বেড়েছে। বৃষ্টি থাকলে অব্যাহত বন্যার শঙ্কা রয়েছে। এ ছাড়া বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা তৈরি রয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদের বাঁধে আবার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে বাঁধে এই ধস নামায় চরম আতঙ্কে রয়েছে বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরও একই এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল।
এ ছাড়া সুনামগঞ্জে গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হলেও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এতে জেলার দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা ও চিলাই, ছাতক উপজেলার চেলা ও পিয়াইন, মধ্যনগর উপজেলার সোমেশ্বরী, তাহিরপুর উপজেলার যাদুকাটা, মাহারাম, বৌলাই, রক্তি ও পাটলাই এবং বিশ্বম্ভরপুর উপজেলার মরা যাদুকাটা নদীতে তীব্র বেগে নামছে পাহাড়ি ঢল। অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঢলে পানি নামার তীব্রতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। পানির চাপে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের পাশের একটি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে।
নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়া তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তড়িৎ দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা।
একই দিনে লক্ষ্মীছড়ি উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ তরুণী উক্রাচিং মারমার (১৯) লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতে নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাদের লাশ পাওয়া যায়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার গোকর্ণ ইউনিয়নের মধ্যপাড়ার প্রবাসী মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)।
শেরপুরে কমছে নদ-নদীর পানি
গত শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার চারটি পাহাড়ি নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]
দীর্ঘ ১২ বছর চরম দুর্ভোগ দেওয়া বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প আপাতত অসমাপ্তই থাকছে। ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিশেষ বাস চলাচলের জন্য নির্মাণ করা বিশেষ এই করিডর হয়ে যাচ্ছে সাধারণ যানবাহনের জন্য চার লেনের সড়ক।
৩ ঘণ্টা আগেগুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ লাপাত্তা হয়েছেন। তাঁর সন্ধানে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে সেনাসদর জানিয়েছে। আজ শনিবার ঢাকা সেনানিবাস
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ‘সহযোগী’ সাংবাদিক মো. আজহার আলী সরকারকে (৫৭) চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগেগবেষণায় বলা হয়, প্রতিবন্ধী নারীদের ৭৫ শতাংশ শিক্ষা পাওয়ার ক্ষেত্রে গুরুতর বাধার সম্মুখীন হয়। প্রায় অর্ধেক (৪৮ দশমিক ৫৫ শতাংশ) কখনো কোনো আনুষ্ঠানিক শিক্ষা পায়নি। অর্ধেকের বেশি (৫২ দশমিক ৬ শতাংশ) বেকার। মাত্র ৪ দশমিক ৮৩ শতাংশ কোনোভাবে আনুষ্ঠানিক কর্মসংস্থানে যুক্ত। ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের...
৮ ঘণ্টা আগে