Ajker Patrika

স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নে সমন্বিত প্রকল্পে একমত ডি-৮ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নে সমন্বিত প্রকল্পে একমত ডি-৮ 

স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নে একটি বহুদেশীয় সমন্বিত প্রকল্প নিতে একমত হয়েছে উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত কৃষিপ্রযুক্তি বিষয়ে যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন করা হবে। আইডিবি, এফএও, ইরি, ইফাদের মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। 

আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় আয়োজিত দুদিনব্যাপী কৃষি ও খাদ্য নিরাপত্তা শীর্ষক সপ্তম ডি-৮ মন্ত্রীপর্যায়ের ভার্চুয়াল সভার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এই দিনে ডি-৮ জোটভুক্ত আটটি দেশের কৃষিমন্ত্রীরা স্মার্ট কৃষিপ্রযুক্তির উন্নয়নের জন্য একটি বহুদেশীয় সমন্বিত প্রকল্প নিতে সম্মত হন বলে জানানো হয় কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন ব্যবস্থা। ভবিষ্যতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা টেকসই রাখতে হলে জলবায়ু পরিবর্তন সহনশীল ফসলের জাত ও প্রযুক্তির উদ্ভাবন এবং সম্প্রসারণ বাড়াতে হবে। 

ডি-৮ দেশগুলোতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়ন খুবই জরুরি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের মধ্যে এটি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। 

ডি-৮-এর মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রী সাইয়ারুল ইয়াসিন লিম্পু, ইরানের কৃষিমন্ত্রী সৈয়দ জে এস নেজাদ, মালয়েশিয়ার কৃষি ও খাদ্যমন্ত্রী রোনাল্ড কিয়ান্দি, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী সৈয়দ ফখর ইমাম, তুরস্কের পরিবেশ ও বন উপমন্ত্রী আকিফ ওজকাল্ডি, নাইজেরিয়ার কৃষি ও গ্রামীণ উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রী মো. মাহমুদ আবুবকর এবং মিসরের এআরসির শিরীন আসেম কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, সম্ভাবনা, করণীয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত