কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আর্থিক কেলেঙ্কারির দায়ে আটক পিকে হালদারসহ অন্যান্য অভিযুক্তদের আগামী ৭ জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
আজ শুক্রবার তাঁদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ আদালতে নেওয়া হলে আদালত এই নির্দেশ দেন। এদিন গত ১৪ মে আটককৃত ৬ জনকেই আদালতে হাজির করা হয়।
ভারতের কেন্দ্রীয় দুর্নীতি অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালত বলা হয়, তদন্তের স্বার্থে আরও কিছুদিন তাঁরা এই ৬ জনকে নিজস্ব হেফাজতে রাখতে চান। এরই মধ্যে পিকে হালদারের ৭টি বাড়ি বা ফ্ল্যাট, ১৩টি জমি ও একটি বিশাল জাহাজ বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরও সম্পত্তির হদিস পেতে আটককৃতদের আরও জেরা করতে চান তাঁরা।
তবে, পিকে হালদারসহ বাকি আসামিদের জামিন চেয়ে আদলতে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলা হয় আসামিদের পক্ষ থেকে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানান ৭ জুন বিশেষ সিবিআই আদালতে আবারও শুনানি হবে মামলাটির। তত দিন জেল হাজতে থাকবেন ৬ অভিযুক্ত।
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে আরও ১৪ দিন নিজেদের হেফাজতে চান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। আটক পিকে হালদার এবং তাঁর সহযোগী ইমাম হোসেন, স্বপন মৈত্র, উত্তম মৈত্র, প্রাণেশ হালদার, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারদের আইনজীবী সোমনাথ ঘোষ আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তাঁর মতে, সরকার পক্ষ এখনো আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। তাই জামিন চান তিনি। আদালত জামিনের আবেদন নাকচ করে ১১ দিন জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন।
এ দিন ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আর্থিক কেলেঙ্কারির দায়ে আটক পিকে হালদারসহ অন্যান্য অভিযুক্তদের আগামী ৭ জুন পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার একটি আদালত।
আজ শুক্রবার তাঁদের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ আদালতে নেওয়া হলে আদালত এই নির্দেশ দেন। এদিন গত ১৪ মে আটককৃত ৬ জনকেই আদালতে হাজির করা হয়।
ভারতের কেন্দ্রীয় দুর্নীতি অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালত বলা হয়, তদন্তের স্বার্থে আরও কিছুদিন তাঁরা এই ৬ জনকে নিজস্ব হেফাজতে রাখতে চান। এরই মধ্যে পিকে হালদারের ৭টি বাড়ি বা ফ্ল্যাট, ১৩টি জমি ও একটি বিশাল জাহাজ বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরও সম্পত্তির হদিস পেতে আটককৃতদের আরও জেরা করতে চান তাঁরা।
তবে, পিকে হালদারসহ বাকি আসামিদের জামিন চেয়ে আদলতে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলা হয় আসামিদের পক্ষ থেকে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানান ৭ জুন বিশেষ সিবিআই আদালতে আবারও শুনানি হবে মামলাটির। তত দিন জেল হাজতে থাকবেন ৬ অভিযুক্ত।
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পিকে হালদারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে আরও ১৪ দিন নিজেদের হেফাজতে চান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। আটক পিকে হালদার এবং তাঁর সহযোগী ইমাম হোসেন, স্বপন মৈত্র, উত্তম মৈত্র, প্রাণেশ হালদার, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারদের আইনজীবী সোমনাথ ঘোষ আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তাঁর মতে, সরকার পক্ষ এখনো আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি। তাই জামিন চান তিনি। আদালত জামিনের আবেদন নাকচ করে ১১ দিন জেল হাজতে নেওয়ার নির্দেশ দেন।
এ দিন ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
১৩ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে