Ajker Patrika

এভসেকের নতুন ইউনিফর্ম উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা প্রয়োজন ও পেশাদারিত্ব বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও দৃঢ়, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এভসেক সদস্য ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ইউনিফর্মেও সেই গুরুত্ব ও মর্যাদার প্রতিফলন থাকা দরকার। নতুন ইউনিফর্ম তাদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য এবং আত্মমর্যাদা জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে একটি ডেমোনস্ট্রেশন টিম নতুন ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে তা প্রদর্শন করে। ইউনিফর্মের এই রূপান্তরের মাধ্যমে দেশের বিমানবন্দর নিরাপত্তায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এই রুটে ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাঁচটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।

নতুন এই ফ্লাইট রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। ফ্লাইটে তৈরি পোশাক, অ্যাকসেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল কাঁচামাল এবং রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছসহ বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। এতে রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন সময়নিষ্ঠ ও সুবিধাজনক সরবরাহব্যবস্থার মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত