Ajker Patrika

সৌদি জাহাজের অপেক্ষায় সুদান বন্দরে ৬৫০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সৌদি জাহাজের অপেক্ষায় সুদান বন্দরে ৬৫০ বাংলাদেশি

গৃহযুদ্ধকবলিত সুদান ত্যাগের উদ্দেশ্যে ৬৫০ বাংলাদেশি আজ বুধবার সকালে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে পৌঁছেছেন। সৌদি জাহাজে স্থান সংকুলান হলে তাঁদের একটি অংশ আজ বৃহস্পতিবার জেদ্দা রওনা হওয়ার সুযোগ পেতে পারেন। সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বুধবার রাত ১০টার দিকে আজকের পত্রিকাকে এ কথা জানান।

যতদ্রুত সম্ভব বাংলাদেশের নাগরিকদের জাহাজে তোলার বিষয়ে সুদানে সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সুযোগ থাকলে একবারে ৬৫০ জনের পুরো দলটিকেই জেদ্দা পাঠানোর চেষ্টা চলছে।

পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশের কর্মকর্তারা জানান, সেখানে পৌঁছানোর পর নাগরিকদের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে। সৌদি আরবে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট জমা নেওয়া হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের জন্য ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হচ্ছে।

অস্থায়ী ক্যাম্পে বাংলাদেশিদের একটি অংশ বসার পাটি ও পানিসহ বিভিন্ন ছোটখাটো বিষয়ে কয়েক দফা বিবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে এক কর্মকর্তা জানান। একপর্যায়ে সুদানি নিরাপত্তা প্রহরীরা বিবদমান ব্যক্তিদের ক্যাম্প থেকে বের করে দিতে উদ্যত হয়। তখন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রহরীদের নিবৃত্ত করেন।

সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি সুদানে আছেন। এর মধ্যে প্রায় ৭০০ ব্যক্তি সুদান ত্যাগ করার জন্য দূতাবাসে নিবন্ধন করেছেন। জেদ্দা পৌঁছানোর পর বিমানযোগে তাঁদের ঢাকায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত